এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশনের চেয়ারম্য়ান, দুই সদস্য এমনকী একজন সচিব পর্যারে কর্মকর্তা এখনও নিযুক্ত করা হয়নি।
610
তাই ১ জানুয়ারির আগে এই কমিশন (Commission) রিপোর্ট জমা দিতে পারবে বলে আশা করছেন না কেউই। আর রিপোর্ট সঠিক সময় জমা না পড়লে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া সম্ভব নয়।
710
অর্থ মন্ত্রকের বযয় সচিব মনোজ গোয়েল জানিয়েছিলেন, যদি ২০২৫ সালের মার্চ মাসে কমিশন গঠন করা হয়, তাহলে ২০২৬ সালের মার্চের মধ্যে রিপোর্ট আসার সম্ভাবনা আছে। এতে এক বছর সময় লাগতে পারে।
810
সেই নিরিখে অধিকাংশের অনুমান, ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়া কঠিন।
910
অর্থাৎ বাড়তি বেতন ঠিক কবে অ্যাকাউন্টে (Account) ঢুকবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
1010
সব মিলিয়ে খারাপ খবর কেন্দ্রীয় কর্মদের জন্য। পিছিয়ে যেতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকরের দিন।