অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বাড়বে হুহু করে, বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার

Published : Jan 19, 2025, 01:35 PM ISTUpdated : Jan 19, 2025, 01:46 PM IST

জল্পনার অবসান ঘটিয়ে অষ্টম বেতন কমিশন গঠনে ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। কিন্তু কত হবে বেতন তাই নিয়ে জল্পনা শুরু। তারই মধ্যে নতুন জল্পনা অষ্টম বেতন কমিশনের কারণে কত হবে অবসরপ্রাপ্তদের পেনশন। 

PREV
110
বাড়বে পেনশন

জল্পনার অবসান ঘটিয়ে অষ্টম বেতন কমিশন গঠনে ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। কিন্তু কত হবে বেতন তাই নিয়ে জল্পনা শুরু। তারই মধ্যে নতুন জল্পনা অষ্টম বেতন কমিশনের কারণে কত হবে অবসরপ্রাপ্তদের পেনশন।

210
অষ্টম বেতন কমিশন ঘোষণা

খুব তাড়াতাড়ি অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হবে। চেয়ারম্যান আর দুই সদস্যের নামও তখন জানান হবে।

310
নতুন বেতন কমিশন কার্যকর

অষ্টম পে কমিশনের সুপারিশগুলি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।

410
অবসরপ্রাপ্তদের ভাতা

অষ্টম পে কাঠামোয় বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ইউনাইটেড পেনশন স্কিম। ২০২৫ সালের ১ এপ্রিল এই স্কিম বা প্রকল্প চালু করে কেন্দ্র।

510
বাড়বে পেনশনের পরিমাণ

পুরনো পেনশন স্কিম ও নতুন পেনশন স্কিম মিলিয়ে আসছে এই ইউনাইটেড পেনশন স্কিম। এতে পেনশনপ্রাপকদের পেনশনের পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

610
নূন্যতম পেনশন

ইউপিএস-র আওতায় ন্যূনতম পেনশন হবে ১০,০০০ টাকা। এক্ষেত্রে কোনও কর্মচারীকে কমপক্ষে ১০ বছর কাজ করতে হবে

710
পেনশনভোগীর পরিবার

কোনও অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হলে তার পরিবার পেনশন পাবে মাত্র ৬০ শতাংস।

810
বেতন হতে পারে

ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে নতুন বেতন কমিশন কার্যকর হবে বেতন হতে পরে ৫২ হাজার ৪৮০ টাকা।

910
পেনশন হবে

নূন্যতম পেশন হতে পারে ১৭ হাজার ২৮০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।

1010
সুবিধে পাবেন

অষ্টম বেতন কমিশন কার্যকর হবে সুবিধে পাবেন দেশের ১ কোটির বেশি সরকার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী।

click me!

Recommended Stories