এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে ১৮৬%, বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা, বিস্তারিত তথ্য জানুন এক ক্লিকে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের খবর প্রকাশ্যে। আগামী মাসে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি সহ নানা বিষয়ে জল্পনা।
Sayanita Chakraborty | Published : Nov 23, 2024 12:06 PM
120

প্রকাশ্যে এল জয়েন্ট কনসালটিভ মেশনারি জেসিএম-র বৈঠকের তথ্য। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে বড় খবর।

220

আগামী মাসেই অষ্টম বেতন কমিশন গঠন হবে। অল ইন্ডিয়া রেলওয়েজ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ তথ্য।

320

সংস্থার সচিব শিবগোপাল মিশ্র দিলেন বিশেষ তথ্য। বৈঠকে আলোচনা হয়েছে অষ্টম বেতন কমিশন কঠিন নিয়ে। জানা গিয়েছে, আগামী মাসে বড় কিছু ঘটতে চলেছে।

420

স্পষ্ট ভাবে জানা গিয়েছে, কর্মচারী সংগঠনের পক্ষ তেরে আগামী মাসের বৈঠকে অ্যাসোসিয়েশনের মানুষেরা বিষয়টি নিয়ে কথা বার্তা হতে পারে।

520

এদিকে মোদি সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সঙ্গে প্রকাশ্যে এল অষ্টম পে কমিশনের খবর

620

জুলাই- ডিসেম্বর ২০২৪ এই সময়ের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বৃদ্ধি হয়েছে। এখন প্রশ্ন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত বাড়বে?

720

সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রধানত ১০ বছর অন্তর বেতন বাড়ে। তবে, কর্মীদের বেতন ক্রমানুযায়ী বৃদ্ধি পায়।

820

এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ বেতন বেড়েছে। যার ফলে কর্মীদের ৫৩ শতাংশ করে ডিএ দেওয়ার খবর এসেছে প্রকাশ্যে।

920

১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে এই ডিএ। সে কারণে বর্ধিত বেতন অক্টোবর ২০২৪ -র বেতনের সঙ্গে এরিয়া পেয়েছে কর্মীরা।

1020

এবার আশা করা যাচ্ছে, ২০২৫-র বাজেটে ঘোষমা হতে পারে অষ্টম বেতন কমিশন। রিপোর্ট জমা দেওয়ার আগে এই বিষয় হবে আলোচনা।

1120

সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালে। এই বিষয় সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল ১৮ মাস।

1220

অষ্টম বেতন কমিশন নিয়ে তাই এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। আলোচনা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে।

1320

ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময় ৩.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছিল। পরে তা ২.৫৭ করে সরকার।

1420

ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য ন্যূনতম বেতন ১৮০০০ টাকা হয় যা আগে ছিল ৭০০০ টাকা। যারা সেবামূলক কাজ করতেন তাদের টাকা ৩৫০০ থেকে ৭০০০ হয়।

1520

এবার অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ হতে পারে। এর প্রভাবে বেতন ও পেনসন দুটোই বৃদ্ধি পাবে।

1620

ফলে বেতন বাড়বে ১৮৬ শতাংশ। মোট ২৫,৭৪০ টাকা হবে ন্যূনতম পেনশন। সেক্ষেত্রে ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা।

1720

সব মিলিয়ে অষ্টম পে কমিশনে বিশাল লাভবান হবেন সরকারি কর্মীরা।

1820

তবে আপাতত কত টাকা বেতন বাড়বে তা স্পষ্ট জানা যায়নি। সবই রয়েছে আলোচনা স্তরে।

1920

কেন্দ্রীয় ক্যাবিনেটের সিনিয়র এক সদ্য বলেন, ২০২৬ দূরের বিষয়, এই নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়।

2020

এখন শুধুই অপেক্ষা। দেখার কত শতাংশ বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মীদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos