প্রকাশ্যে এল জয়েন্ট কনসালটিভ মেশনারি জেসিএম-র বৈঠকের তথ্য। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে বড় খবর।
আগামী মাসেই অষ্টম বেতন কমিশন গঠন হবে। অল ইন্ডিয়া রেলওয়েজ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ তথ্য।
সংস্থার সচিব শিবগোপাল মিশ্র দিলেন বিশেষ তথ্য। বৈঠকে আলোচনা হয়েছে অষ্টম বেতন কমিশন কঠিন নিয়ে। জানা গিয়েছে, আগামী মাসে বড় কিছু ঘটতে চলেছে।
স্পষ্ট ভাবে জানা গিয়েছে, কর্মচারী সংগঠনের পক্ষ তেরে আগামী মাসের বৈঠকে অ্যাসোসিয়েশনের মানুষেরা বিষয়টি নিয়ে কথা বার্তা হতে পারে।
এদিকে মোদি সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সঙ্গে প্রকাশ্যে এল অষ্টম পে কমিশনের খবর
জুলাই- ডিসেম্বর ২০২৪ এই সময়ের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বৃদ্ধি হয়েছে। এখন প্রশ্ন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত বাড়বে?
সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রধানত ১০ বছর অন্তর বেতন বাড়ে। তবে, কর্মীদের বেতন ক্রমানুযায়ী বৃদ্ধি পায়।
এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ বেতন বেড়েছে। যার ফলে কর্মীদের ৫৩ শতাংশ করে ডিএ দেওয়ার খবর এসেছে প্রকাশ্যে।
১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে এই ডিএ। সে কারণে বর্ধিত বেতন অক্টোবর ২০২৪ -র বেতনের সঙ্গে এরিয়া পেয়েছে কর্মীরা।
এবার আশা করা যাচ্ছে, ২০২৫-র বাজেটে ঘোষমা হতে পারে অষ্টম বেতন কমিশন। রিপোর্ট জমা দেওয়ার আগে এই বিষয় হবে আলোচনা।
সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালে। এই বিষয় সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল ১৮ মাস।
অষ্টম বেতন কমিশন নিয়ে তাই এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। আলোচনা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে।
ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময় ৩.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছিল। পরে তা ২.৫৭ করে সরকার।
ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য ন্যূনতম বেতন ১৮০০০ টাকা হয় যা আগে ছিল ৭০০০ টাকা। যারা সেবামূলক কাজ করতেন তাদের টাকা ৩৫০০ থেকে ৭০০০ হয়।
এবার অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ হতে পারে। এর প্রভাবে বেতন ও পেনসন দুটোই বৃদ্ধি পাবে।
ফলে বেতন বাড়বে ১৮৬ শতাংশ। মোট ২৫,৭৪০ টাকা হবে ন্যূনতম পেনশন। সেক্ষেত্রে ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা।
সব মিলিয়ে অষ্টম পে কমিশনে বিশাল লাভবান হবেন সরকারি কর্মীরা।
তবে আপাতত কত টাকা বেতন বাড়বে তা স্পষ্ট জানা যায়নি। সবই রয়েছে আলোচনা স্তরে।
কেন্দ্রীয় ক্যাবিনেটের সিনিয়র এক সদ্য বলেন, ২০২৬ দূরের বিষয়, এই নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়।
এখন শুধুই অপেক্ষা। দেখার কত শতাংশ বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মীদের।
Sayanita Chakraborty