ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বাড়বে বেতন ও পেনশন, জেনে নিন বাড়তি কত টাকা পাবেন কেন্দ্রীয় কর্মীরা

মোদী সরকার ঘোষিত অষ্টম পে কমিশন ২০২৬ সাল থেকে লাগু হবে। ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে বাড়বে বেতন ও পেনশন। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা জানুয়ারি থেকেই সুবিধা পাবেন।
Sayanita Chakraborty | Published : Jan 17, 2025 3:05 PM
110

সদ্য অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হয়েছে মোদী সরকার পক্ষ থেকে। গতকালই তা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

210

এর দ্বারা উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। বাড়বে বেতন ও পেনশন।

310

এখন প্রশ্ন হলে অষ্টম পে কমিশন লাগু হলে বাড়তি কত টাকা পাবেন কর্মীরা।

410

ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে বাড়ছে বেতন ও পেনশন। সপ্তম পে কমিশনেকে সময় বেসিক ১৪ হাজার হয়। সে সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭ শতাংশ।

510

ষষ্ঠ বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। সে সময় বেসিক ছিল ৭ হাজার।

610

এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করার দাবি উঠেছে।

710

বিশেষজ্ঞদের মতে, যদি ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরও হয় তাহলেও কর্মীদের বেসিক ববে ৫১,৪৮০ টাকা। নূন্যতম পেনশন ৯ হাজার থেকেবেড়ে ২৫,৭৪০ হবে।

810

যদি ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে এর থেকেও বাড়বে বেতন ও পেনশন।

910

২০২৬ সাল থেকে লাগু হবে অষ্টম পে কমিশন। জানুয়ারি থেকেই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।

1010

বৃহস্পতিবার, অশ্বিনী বৈষ্ণব জানান খুব শীঘ্রই বসবে অষ্টম পে কমিশন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos