কেন্দ্রীয় সরকারি কর্মীদেরজন্য ২০২৫ সালে অষ্টম বেতন কমিশন কার্যকর করেছে মোদী সরকার। কিন্তু কবে থেকে সেটি কার্যকর হবে? সেই জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের মধ্যে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদেরজন্য ২০২৫ সালে অষ্টম বেতন কমিশন কার্যকর করেছে মোদী সরকার। কিন্তু কবে থেকে সেটি কার্যকর হবে? সেই জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের মধ্যে। কারণ সরকারি একটি সূত্র বলছে এবার অষ্টম বেতন কমিশন কার্যকর করতে অনেকটাই দেরি হবে।
25
রিপোর্ট পেশ
বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল ইতিমধ্যেই গঠিত হয়েছে। কিন্তু কমিশনের টার্মস অপ রেফারেন্স বা কার্যপরিধি চূড়ান্ত করতেই সরকার প্রায় ১০ মাস সময় লেগেছে। গত ২৮ অক্টোবর ২০২৫ -এ অনুমোদিত হয়েছে। এখন প্রশ্ন কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো।
35
রিপোর্ট পেশে দেরি
অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালের জানুয়ারি মাসে। কিন্তু এর রূপরোখা তৈরি করতেই বছর শেষে হয়ে গেছে। নিয়ম অনুযায়ী কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দিতে হয়। সেই হিসেবে ২০২৭ সালে রিপোর্ট জমা দেবে কমিশন।
তবে রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে বেতন বৃদ্ধি হবে এমনটাই নয়। কারণ সরকারি উচ্চ পর্যায় সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে। তাতে আরও বেশ কিছুটা সময় চলে যাবে।
55
অতীত কথা
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পে কমিশনের সুপারিশ কার্যকর হতে বরাবরই দীর্ঘ সময় লাগে। ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম পে কমিশনের সময়সীমা বিশ্লেষণ করলে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়।