কবে থেকে মিলবে বাড়তি বেতন ও পেনশন? অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট

Published : Jan 20, 2025, 05:36 PM IST

২০২৬ সাল থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। এর ফলে বেতন ও পেনশন বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। তবে বাড়তি বেতন পেতে ২০২৬ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

PREV
110

সদ্য মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অষ্টম পে কমিশন গঠনের কথা। ২০২৬ সাল থেকে কার্যকর হবে এই নয়া পে কমিশন।

210

যার ফলে মাইনে বাড়বে অনেকটা। সঙ্গে বাড়বে পেনশনও। উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।

310

অষ্টম পে কমিশন গঠনের ফলে উপকৃত হবেন ৪৬.৬৭ লক্ষ সরকারি কর্মচারী ও ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী।

410

বিভিন্ন রিপোর্ট দাবি করছে অষ্টম পে কমিশন গঠনের ফলে সরকারি কর্মীদেন ন্যূনতম বেতন হবে ৫১,২০০ এবং পেনশন হবে ২৫ হাজার টাকা।

510

এখন প্রশ্ন হল অষ্টম পে কমিশন গঠনের প্রভাব পড়বে কবে থেকে? কবে থেমে মিলবে বাড়তি বেতন।

610

সপ্তম পে কমিশন মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত। ফলে, ২০২৬-র ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন লাগু হবে।

710

কিন্তু, অষ্টম পে কমিশন গঠনের ফলে যে বেতন বাড়বে তা পেতে পেতে আরও কয়েক মাস লাগবে বলে শোনা যাচ্ছে।

810

অষ্টম পে কমিশন ২০২৬ সালে রিপোর্ট জমা দেবে। এরপর রিপোর্ট অনুমোদন পেলে তা পিএসইউ এবং সরকারে সঙ্গে আলোচনা হবে। তারপর কার্যকর হবে।

910

অর্থাৎ বাড়তি বেতন পেতে হতে পারে ২০২৬ সালের মার্চ- এপ্রিল। আবার সরকারি কর্মীদের কপাল ভালো থাকলে তা আগেও পেতে পারে।

1010

প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৭ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল।

click me!

Recommended Stories