DA News: মহার্ঘ ভাতার ভাঁড়ার ০! অষ্টম বেতন কমিশনে ডিএ আর ডিআর নিয়ে বড় আপডেট

অষ্টম বেতন কমিশন গঠনের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কী হবে মহার্ঘ ভাতা বা ডিএ।

 

Saborni Mitra | Published : Jan 19, 2025 4:25 PM
110
নতুন বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন গঠনের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কী হবে মহার্ঘ ভাতা বা ডিএ।

210
০ হতে পারে

হিসেব বলছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে শূন্য হয়ে যেতে পরে মহার্ঘভাতা ডিএ আর মহার্ঘ ত্রাণ বা ডিআর।

310
পঞ্চম বেতন কমিশন

এর আগে পঞ্চম বেতন কমিশনে একটি বিশেষ সংস্থান ছিল। যার অধীনে মহার্ঘভাতা বা মহার্ঘ ত্রাণ অটোমেটিক মূল বেতন বা মূল পেনশনের মধ্যে অন্তর্ভুক্ত হত।

410
কারণ

এটি করা হয়েছিল বেতন কাঠামো সরল করার জন্য।

510
পরের দুটি ছিল না

কিন্তু ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের অধীনে এটি ছিল না।

610
ডিএ বা ডিআর উঠে যেতে পারে

ষষ্ঠ ও সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনে ডিএ মূল বেতনের সঙ্গে মিশে যায়নি। বরং নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সময় ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়। এর মধ্যে মহার্ঘ ভাতা এর মধ্যে পড়ছে না।

710
বেতন নির্ধারণ

মূলত বেতন বা পেনশনের ভিত্তিতেই এই মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ নির্ধারণ করা হয়।

810
মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরাকারি কর্মীদের বেতনের একটি বড় অংশই মহার্ঘ ভাতা। বর্তমানে তারা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।

910
নিয়ম নেই

বর্তমান বেতন কমিশনে এমন কোনও সংস্থান নেই যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হলে তা স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হয় মূল বেতনের সঙ্গে।

1010
চলতি বছর ডিএ ঘোষণা হয়নি

চলতি বছর এখনও পর্যন্ত ডিএ বা ডিআর ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। সাধারণত জানুয়ারিতেই ডিএ ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু এই বছর হয়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos