অষ্টম বেতন কমিশন গঠনের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কী হবে মহার্ঘ ভাতা বা ডিএ।
০ হতে পারে
হিসেব বলছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে শূন্য হয়ে যেতে পরে মহার্ঘভাতা ডিএ আর মহার্ঘ ত্রাণ বা ডিআর।
পঞ্চম বেতন কমিশন
এর আগে পঞ্চম বেতন কমিশনে একটি বিশেষ সংস্থান ছিল। যার অধীনে মহার্ঘভাতা বা মহার্ঘ ত্রাণ অটোমেটিক মূল বেতন বা মূল পেনশনের মধ্যে অন্তর্ভুক্ত হত।
কারণ
এটি করা হয়েছিল বেতন কাঠামো সরল করার জন্য।
পরের দুটি ছিল না
কিন্তু ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের অধীনে এটি ছিল না।
ডিএ বা ডিআর উঠে যেতে পারে
ষষ্ঠ ও সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনে ডিএ মূল বেতনের সঙ্গে মিশে যায়নি। বরং নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সময় ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়। এর মধ্যে মহার্ঘ ভাতা এর মধ্যে পড়ছে না।
বেতন নির্ধারণ
মূলত বেতন বা পেনশনের ভিত্তিতেই এই মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ নির্ধারণ করা হয়।
মহার্ঘ ভাতা
কেন্দ্রীয় সরাকারি কর্মীদের বেতনের একটি বড় অংশই মহার্ঘ ভাতা। বর্তমানে তারা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।
নিয়ম নেই
বর্তমান বেতন কমিশনে এমন কোনও সংস্থান নেই যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশের বেশি হলে তা স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হয় মূল বেতনের সঙ্গে।
চলতি বছর ডিএ ঘোষণা হয়নি
চলতি বছর এখনও পর্যন্ত ডিএ বা ডিআর ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। সাধারণত জানুয়ারিতেই ডিএ ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু এই বছর হয়নি।