বিরাট আপডেট! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? বকেয়া DA নিয়ে বড় খবর!
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে দেওয়া হয়েছে বড় উপহার। কিন্তু লক্ষ্মী লাভ হয়নি বাংলার সরকারি কর্মীদের। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Govt Employee DA) বৃদ্ধি পায়নি দীর্ঘদিন হয়ে গেছে। এবার সামনে এল বড় খবর।
সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মোদী সরকার। নয়া পে কমিশন কার্যকর হলে একদিকে যেমন সরকারি কর্মীদের নূন্যতম বেতন বৃদ্ধি হবে, তেমনই মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতার পরিমাণও পরিবর্তিত হবে বলে মনে করা হচ্ছে।
সেই সঙ্গেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার কোভিডকালে বকেয়া থাকা ডিএ দেবে সরকার?
২০২০ সালে গোটা বিশ্বে হানা দিয়েছিল করোনা ভাইরাস। যার ফলে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস অবধি সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়নি।
উপরন্তু সরকারের ওপর আর্থিক চাপের দরুন স্থগিত রাখা হয়েছিল তাঁদের মহার্ঘ ভাতা। এই দেড় বছরের ডিএ এখনও অবধি পাননি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রীয় (Central Government) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে হয়েছে বলে খবর।
তবে এই বকেয়া ডিএ কবে দেওয়া হবে সেই বিষয়ে এখনও অবধি সরকারের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।