কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব খারাপ খবর। অষ্টম পে কমিশন লাগুর আগেই কর্মীদের বড় ঝটকা দিল কেন্দ্র, এক ধাক্কায় অর্ধেক করা হল এই ভাতা! তাহলে কি এবার কমতে চলেছে সরকারি কর্মীদের বেতন!
কিন্তু এবার অষ্টম পে কমিশন লাগুর আগেই কর্মীদের বড় ঝটকা দিল কেন্দ্র, অর্ধেক করা হল এই ভাতা!
512
তাহলে কি এবার কমতে চলেছে সরকারি কর্মীদের বেতন!
612
মোদী সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ধাক্কা খাবেন অনেকেই বলে মনে করা হচ্ছে। আসলে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের দেওয়া এই বিশেষ ভাতায় বড় পরিবর্তন এনেছে। এর ফলে লক্ষ লক্ষ কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন।
712
কেন্দ্রে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২০২৫ সালের জুলাইয়ের পর চাকরি শুরু করা কর্মীরা পুরো বছর এই ভাতা পাবেন না। এখন তাদের আনুপাতিক হারে ভাতা দেওয়া হবে।
812
এমন পরিস্থিতিতে, ২০২৫ সালের জুলাইয়ের পর চাকরিতে যোগদানকারী কর্মীদের কেবল তাদের যোগদানের তারিখ থেকে আগামী বছরের জুন পর্যন্ত মাসের ভিত্তিতে এই ভাতা দেওয়া হবে।
912
উদাহরণ হিসেবে ধরলে, ধরুন যদি কোনও কর্মচারী ২০২৫ সালের অক্টোবরে চাকরি শুরু করেন, তাহলে তাকে পরবর্তী বছরের অক্টোবর থেকে জুন পর্যন্ত আনুপাতিক হারে ভাতা দেওয়া হবে।
1012
অর্থাৎ, তিনি মাত্র ৯ মাসের জন্য ভাতার পরিমাণ পাবেন। এর আগে, পুরো বছরের জন্য কর্মীদের পোশাক ভাতা দেওয়া হত।
1112
জানিয়ে রাখি যে, সপ্তম বেতন কমিশনের অধীনে, বিভিন্ন কর্মচারী বিভাগ অনুসারে পোশাক ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
1212
সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা প্রতি বছর পোশাক ভাতা হিসেবে ২০,০০০ টাকা পান।