কবে থেকে বসছে অষ্টম বেতন কমিশন? অবশেষে বড় ঘোষণা Modi সরকারের, জেনে নিন কত শতাংশ মিলবে hike

২০২৬ সাল থেকে নতুন বেতন কমিশন লাঘু হবে বলে জল্পনা চলছে। কেন্দ্রীয় কর্মীদের বেতন ৫০ হাজারের বেশি বাড়তে পারে বলে শোনা যাচ্ছে, ন্যূনতম বেতন হতে পারে ৫০,৪০০ টাকা। তবে, অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে সে বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনও ঘোষণা আসেনি।
Sayanita Chakraborty | Published : Dec 19, 2024 3:11 AM IST
110

বহুদিন ধরেই ঘোরা ফেরা করছে অষ্টম পে কমিশনের খবর। ২০২৬ সাল থেকে লাঘু হবে নতুন বেতন কমিশন।

210

প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়ে থাকে। সেই অনুসারে ২০২৬ সালে ফের বেতন কমিশন গঠিত হওয়ার কথা।

310

এদিকে বেশ কিছুদিন আগে থেকে অষ্টম পে কমিশন রয়েছে খবরে। কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে চলছে জল্পনা।

410

শোনা যাচ্ছে, অষ্টম পে কমিশন গঠিত হওয়ার পর বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় কর্মীদের। বেতন বাড়তে চলেছে ৫০ হাজারের বেশি।

510

অষ্টম পে কমিশন গঠিত হলে ন্যূনতম বেতন হবে ৫০ হাজার ৪০০। বেসিক হবে ৩৪ হাজারের অধিক। যা এখন ১৮ হাজার টাকা।

610

কিন্তু, কবে থেকে গঠিত হবে অষ্টম পে কমিশন? সদ্য এই বিষয় এল নয়া খবর।

710

সূত্রের খবর, অষ্টম পে কমিশন নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার। তবে, কেন্দ্রীয় বাজেটে এর কথা ঘোষণা রবে কেন্দ্র।

810

ইতিমধ্যে ক্যাবিনেট সচিব এবং অর্থ মন্ত্রকের কাছে অষ্টম পে কমিশন গঠনের বিষয় দাবি জানিয়েছে কর্মচারীদের একাংশ।

910

অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারই। নভেম্বর মাসে এই নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলে তা স্থগিত করেছে কেন্দ্র।

1010

এদিকে ২০২৫-র জানুয়ারি থেকে ৫৩ শতাংশ করে ডিএ পাবেন কেন্দ্রীয় কর্মীরা। এখন দেখার অষ্টম পে কমিশনে ত বেতন বৃদ্ধি হয় তাঁদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos