কবে থেকে বসছে অষ্টম বেতন কমিশন? অবশেষে বড় ঘোষণা Modi সরকারের, জেনে নিন কত শতাংশ মিলবে hike
২০২৬ সাল থেকে নতুন বেতন কমিশন লাঘু হবে বলে জল্পনা চলছে। কেন্দ্রীয় কর্মীদের বেতন ৫০ হাজারের বেশি বাড়তে পারে বলে শোনা যাচ্ছে, ন্যূনতম বেতন হতে পারে ৫০,৪০০ টাকা। তবে, অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে সে বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনও ঘোষণা আসেনি।