বহুদিন ধরেই ঘোরা ফেরা করছে অষ্টম পে কমিশনের খবর। ২০২৬ সাল থেকে লাঘু হবে নতুন বেতন কমিশন।
প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়ে থাকে। সেই অনুসারে ২০২৬ সালে ফের বেতন কমিশন গঠিত হওয়ার কথা।
এদিকে বেশ কিছুদিন আগে থেকে অষ্টম পে কমিশন রয়েছে খবরে। কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে চলছে জল্পনা।
শোনা যাচ্ছে, অষ্টম পে কমিশন গঠিত হওয়ার পর বিপুল পরিমাণে বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় কর্মীদের। বেতন বাড়তে চলেছে ৫০ হাজারের বেশি।
অষ্টম পে কমিশন গঠিত হলে ন্যূনতম বেতন হবে ৫০ হাজার ৪০০। বেসিক হবে ৩৪ হাজারের অধিক। যা এখন ১৮ হাজার টাকা।
কিন্তু, কবে থেকে গঠিত হবে অষ্টম পে কমিশন? সদ্য এই বিষয় এল নয়া খবর।
সূত্রের খবর, অষ্টম পে কমিশন নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার। তবে, কেন্দ্রীয় বাজেটে এর কথা ঘোষণা রবে কেন্দ্র।
ইতিমধ্যে ক্যাবিনেট সচিব এবং অর্থ মন্ত্রকের কাছে অষ্টম পে কমিশন গঠনের বিষয় দাবি জানিয়েছে কর্মচারীদের একাংশ।
অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারই। নভেম্বর মাসে এই নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলে তা স্থগিত করেছে কেন্দ্র।
এদিকে ২০২৫-র জানুয়ারি থেকে ৫৩ শতাংশ করে ডিএ পাবেন কেন্দ্রীয় কর্মীরা। এখন দেখার অষ্টম পে কমিশনে ত বেতন বৃদ্ধি হয় তাঁদের।
Sayanita Chakraborty