বছর শেষে মাত্র ২.২০%! অবশেষে DA বাড়ল, হঠাৎ জারি বিজ্ঞপ্তি! খুব খারাপ খবর সরকারি কর্মীদের জন্য!

খারাপ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। তাঁরা নতুন বছরে অন্তত তিন শতাংশ ডিএ বৃদ্ধির আশা করেছিলেন। কিন্তু সে আশা পূর্ণ হল না। তাহলে কত টাকা পাবেন তাঁরা।

Parna Sengupta | Published : Dec 14, 2024 8:53 AM IST / Updated: Dec 14 2024, 03:49 PM IST
110

বছর শেষে জোর ধাক্কা খেলেন রাজ্যের সরকারি কর্মীরা।

210

রাজ্য সরকারি কর্মীরা ভেবেছিলেন কমপক্ষে ৩ শতাংশ ডিএ বাড়ানো হবে তাঁদের

310

কিন্তু সে আশায় জল ঢেলে দিল রাজ্য সরকার।

410

৩ শতাংশও বাড়ানো হল না তাঁদের ডিএ। অনেক কম মাত্রায় টাকা বাড়ানো হল তাঁদের।

510

এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

610

আর এই বিজ্ঞপ্তির জেরে রীতিমত হতাশা রয়েছে সকলের মধ্যে

710

ডিএ বেড়েছে মাত্র ২.২০ %। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

810

২০২৪ সাল শেষ হওয়ার আগে আচমকাই কয়লা শ্রমিকদের ডিএ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার

910

২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়লা শ্রমিকদের ২০.১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে।

1010

ঝাড়খণ্ড-এর ধানবাদে কর্মরত কয়লা শ্রমিকদের এই ভাতা বেড়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos