২০০১ সালের ১৩ই ডিসেম্বর সংসদ ভবনে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার বার্ষিকীতে শুক্রবার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এই হামলায় দেশের সুরক্ষার জন্য প্রাণ বিসর্জনকারী শহিদদের স্মরণ করা হয়েছে।
উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, বিরোধী দলনেতা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহিদদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। স্পিকার ওম বিড়লা রক্তদান শিবির পরিদর্শন করেন।
স্পিকার ওম বিড়লার নেতৃত্বে লোকসভায় শহিদদের শ্রদ্ধা জানানো হয়। তিনি বলেন, সতর্ক নিরাপত্তা বাহিনীর সাহসিকতায় হামলা ব্যর্থ হয়। সদন শহিদদের সর্বোচ্চ বলিদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।
২০০১ সালের ১৩ই ডিসেম্বর সংসদ হামলায় ৮ জন নিরাপত্তাকর্মী ও ১ জন CPWD কর্মী শহিদ হন। তাদের সাহসিকতার জন্য তারা সম্মানিত হন।
শহিদদের স্মরণে তাদেরকে মরণোত্তর অশোক চক্র এবং কীর্তি চক্র প্রদান করা হয়।