8th Pay Commission: প্রায় তিনগুণ হচ্ছে বেতন-পেনশন, কবে থেকে কার্যকর হবে? প্রকাশ্যে নয়া আপডেট

Published : Feb 18, 2025, 04:25 PM IST

অষ্টম বেতন কমিশন ঘোষণার পর থেকে কর্মীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে উৎসাহ বিরাজ করছে। ন্যূনতম বেতন ৫১ হাজার এবং পেনশন ২৫ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কার্যকর হওয়ার সঠিক তারিখ এখনও অনিশ্চিত।

PREV
110

দীর্ঘ জল্পনার পর মোদী সরকার ঘোষণা করেছে অষ্টম বেতন কমিশনের কথা। এর ফলে প্রায় তিনগুণ হচ্ছে বেতন এবং পেনশন।

210

অষ্টম বেতন কমিশন ঘোষণার হওয়ার পর থেকে সকল কর্মীরা আশায় রয়েছেন। কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন তা জানতে আগ্রহী সকলে।

310

হিসেব বলছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম বেতন হবে ৫১ হাজার। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫ হাজার টাকা।

410

অষ্টম বেতন কমিশনের প্রভাবে প্রায় ৩ গুণ বাড়বে বেতন। এখন প্রশ্ন হল কবে থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন?

510

পুরনো রেকর্ড বলছে প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। সেই হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা।

610

তবে, বাস্তবে কবে থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন তা নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।

710

শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন গঠন হতে অধিক সময় লাগবে। কেউ কেউ বলছে অষ্টম বেতন কমিশন গঠনের পর তা কার্যকর হতে ২০২৭ সালও হতে পারে।

810

অর্থাৎ বাড়তি টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে।

910

অষ্টম বেতন কমিশন কার্যকর হবে বিপুল পরিমাণে টাকা বাড়বে কর্মী ও অবসর প্রাপ্ত কর্মীদের।

1010

তবে, আপাতত থাকতে হবে অপেক্ষায়। ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন গঠন হলেও তা কার্যকর হতে সময় লাগবে বলে জানা গিয়েছে।

click me!

Recommended Stories