নতুন দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। এই অবস্থায় রেল পুলিশ বা আরপিএফ স্টেশনে দুর্ঘটনার তদন্ত নিয়ে রিপোর্ট পেশ করল।
নতুন দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। এই অবস্থায় রেল পুলিশ বা আরপিএফ স্টেশনে দুর্ঘটনার তদন্ত নিয়ে রিপোর্ট পেশ করল।
210
দুর্ঘটনার কারণ কী
নতুন দিল্লি স্টেশনে দুর্ঘটনার কারণ কী - তা জানতেই রেল পুলিশ তদন্ত করেছিল। সেই রিপোর্টই রেলের দফতরে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও রেলের রক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি।
310
দুর্ঘটনার কারণ
আরপিএফ-এর রিপো্ট অনুযায়ী রেলের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। রেলের ভুল অ্যানাউন্সমেন্টের জন্যই এই দুর্ঘটনা বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।
410
আরপিএফ-এর রিপোর্টে দাবি
শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ঘোষণা করা হয়, নয়াদিল্লি স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজমুখী কুম্ভ স্পেশ্যাল ট্রেন আসছে। কিন্তু কিছু সময় পরে বলা হয় ট্রেনটি ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসছে।
510
ট্রেনের অপেক্ষা প্রচুর যাত্রী
ওই সময়েই নয়াদিল্লি স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মগধ এক্সপ্রেস। আর ১৫ নম্বরে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস।
610
প্রয়াগরাজ এক্সপ্রেসের অপেক্ষায়
প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার জন্য ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।
710
কুম্ভ স্পেশালের ঘোষণা
কুম্ভ স্পেশ্যাল ট্রেন আসার ঘোষণা হওয়ার পরেই ১২-১৩ এবং ১৪-১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার চেষ্টা করেন যাত্রীদের একাংশ
810
হুড়োহুড়িতে দুর্ঘটনা
একই সময়ে দু’টি ওভারব্রিজের সিঁড়ি ধরে নামছিলেন মগধ এক্সপ্রেস, উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এবং প্রয়াগরাজ এক্সপ্রেসের যাত্রীরা। হুড়োহুড়ির মধ্যে অনেকেই সিঁড়িতে পড়ে যান। কেউ কেউ চোটও পান। আহত যাত্রীদের মাড়িয়েই দৌড়োদৌড়ি শুরু করে দেন অন্য যাত্রীরা।
910
রেলের দাবি
আগেই রেলের পক্ষে বলা হয়েছিল এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, পদপিষ্টের ঘটনার নেপথ্যে কোনও ভুল ঘোষণা ছিল না। যদিও আরপিএফ-এর রিপোর্টে রেলের দাবি নস্যাৎ করা হয়েছে।
1010
রেলের দাবি
নয়াদিল্লি স্টেশন উত্তর রেলওয়ের অধীনে পড়ে। উত্তর রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনা নিয়ে প্রত্যেকটি বিভাগকেই আলাদা আলাদা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। যে যার মত করে রিপোর্ট দিয়েছে। সবকিছুই খতিয়ে দেখা হবে।