Pay Commission-এর এই ফিটমেন্ট ফ্যাক্টর কী? এবারে কতটা বেতন হাতে পাবে, জেনে রাখুন এই হিসেব

Published : Feb 09, 2025, 01:03 PM IST

৮ম বেতন কমিশন ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি। ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে বেতন বৃদ্ধির পরিমাণ। কমিশন ছাড়াও বেতন বৃদ্ধি সম্ভব, যা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়।

PREV
15

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ম বেতন কমিশন ঘোষণার ফলে অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী স্বস্তি পেয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন।

25

যে কোনও পে কমিশনে কত টাকা বৃদ্ধি পাবে তা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর।

35

কী এই ফিটমেন্ট ফ্যাক্টর? ফিটমেন্ট ফ্যাক্টর হল সরকারী কর্মীদের বেতন ও পেনশন গনণার এক বিশেষ ছক। এই ছকে উপায়েই কত টাকা বাড়বে তা নির্ণয় করা হয়।

45

কমিশন ছাড়া কি বেতন বৃদ্ধি সম্ভব নয়? সরকারি কর্মীদের ক্ষেত্রে কমিশন গঠনের পরেও বেতন বা ভাতা বৃদ্ধি পায়।

55

এক্ষেত্রে বৃদ্ধি পাওয়া টাকা সরাসরি বেসিক পে এর সঙ্গে যুক্ত হয়। ফলে কোনও কমিশন না থাকলে বেতন বাড়লে তা সব সময় মূল বেতনের সঙ্গেই যুক্ত হবে।

click me!

Recommended Stories