মাঝ রাতে চরম পেটে ব্যথা! হাসপাতালে নিয়ে যেতেই বৃদ্ধের মলদ্বার থেকে মিলল ১৬ ইঞ্চির লাউ

Published : Jul 27, 2024, 01:04 PM ISTUpdated : Jul 27, 2024, 01:05 PM IST
ash gourd

সংক্ষিপ্ত

মাঝ রাতে চরম পেটে ব্যথা! হাসপাতালে নিয়ে যেতেই বৃদ্ধের মলদ্বার থেকে মিলল ১৬ ইঞ্চির লাউ

বৃদ্ধের মলদ্বার থেকে বেরল আস্ত একটা লাউ! অস্ত্রোপচার করতে গিয়ে থ হয়ে গেলেন চিকিৎসকেরা। এর আগেও এমন বহু উদ্ভট ঘটনা শোনা গিয়েছে। তবে এই ঘটনা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ। মলদ্বার থেকে বেরল একেবারে ১৬ ইঞ্চির একটি লাউ।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। পেশায় কৃষক এই ৬০ বছরের বৃদ্ধ। বৃহঠাৎকরেই ভীষণ পেটে যন্ত্রণা অনুভব করেন তিনি। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চার জন চিকিৎসক প্রায় ২ ঘণ্টা অস্ত্রোপচার করে লাউটিকে মলদ্বার থেকে বের করে নেন চিকিৎসকেরা।

শনিবার বিকেলে অসম্ভব পেটে ব্যাথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এক্স-রে করা হয়। তাতে শরীরের ভিতর একটি বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন চিকিৎসকেরা। প্রাথমিক পরীক্ষা নিরিক্ষার পরে চারজন চিকিৎসক মিলে একটি অস্ত্রোপচার করে লাউটিকে বের করতে সফল হন।

এই চার চিখিৎসকের টিমে ছিলেন, ডাঃ মনোজ চৌধুরী, ডাঃ নান্দিকিশোর জাটভ, ডাঃ আশিষ শুক্লা এবং ডাঃ সঞ্জয় মৌর্য।

তবে কীভাবে কৃষকের মলদ্বারে লাউ পৌঁছল তা এখনও পর্যন্ত জানতে পারেনি চিকিৎসকেরা।

এই ঘটনা প্রথম নয়। এই বছর মার্চ মাসেও এরকম একটি ঘটনা ঘটে। ভিয়েতনামের একটি মলদ্বারে একি জ্যান্ত ইল মাছ পান চিকিৎসকেরা। এই ঘটনাও ভাইরাল হয়ে গিয়েছিল নেট মাধ্যমে।

PREV
click me!

Recommended Stories

রাহুলের বাউন্সার, শাহের ছক্কা! 'SIR' ইস্যুতে সংসদে ধুন্ধুমার লড়াই সংসদে
'সেদিন রীতিমত নার্ভাস ছিলেন অমিত শাহ, তাঁর হাত কাঁপছিল..' রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত