Girlfriend On Rent: প্রেমিকা ভাড়া চাই? ডেটের ধরন অনুযায়ী নিজের দর বেঁধে দিলেন তরুণী

Published : May 30, 2024, 11:46 AM ISTUpdated : May 30, 2024, 12:09 PM IST
Dating Apps

সংক্ষিপ্ত

‘নিজেকে বিকিয়ে দেওয়া’ খারাপ অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এক তরুণী আক্ষরিক অর্থেই নিজেকে বিকিয়ে দিয়ে অর্থ রোজগার করতে চাইছেন। তিনি প্রকাশ্যে নিজের দর জানিয়ে দিয়েছেন।

১,৫০০ টাকা থেকে শুরু। ধরন হিসেবে ১০,০০০ টাকা পর্যন্ত দর নির্দিষ্ট করা আছে। এছাড়া যদি অন্য কোনও চাহিদা থাকে, তাহলে আলাদা দর দিতে হবে। পুরুষদের ডেটে যাওয়ার আহ্বান জানিয়ে এভাবেই নিজের দর ঠিক করে দিয়েছেন এক তরুণী। তিনি নিজেকে ভাড়া দিতে চাইছেন। যে পুরুষদের প্রেমিকা বা স্ত্রী নেই, যাঁরা একাকিত্বে ভোগেন, তাঁদের আনন্দ দিতে চান এই তরুণী। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সাড়া ফেলে দিয়েছেন। অনেকেই এই তরুণীর সঙ্গে ডেটে যেতে চাইছেন। অনেকে আবার এই তরুণীর উদ্দেশ্যে খারাপ মন্তব্যও করছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিখ্যাত হয়ে গিয়েছেন এই তরুণী।

কোন ডেটের দর কত?

এই তরুণী জানিয়েছেন, তাঁর সঙ্গে চিল কফি ডেটে যেতে হলে দিতে হবে ১,৫০০ টাকা। সাধারণ ডেট (সিনেমা দেখা ও রাতে বাইরে খাওয়া) হলে দিতে হবে ২,০০০ টাকা। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করাতে হলে দিতে হবে ৩,০০০ টাকা। কোনও অনুষ্ঠানে যেতে হলে দর ৩,৫০০ টাকা। বাইকে চড়িয়ে কোথাও নিয়ে যেতে হলে দিতে হবে ৪,০০০ টাকা। বান্ধবী হিসেবে পরিচয় দিয়ে ছবি-সহ সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে দিতে হবে ৬,০০০ টাকা। একসঙ্গে হাইকিং, কায়াকিংয়ের মতো অ্যাডভেঞ্চারে যেতে হলে দিতে হবে ৫,০০০ টাকা। বাড়িতে একসঙ্গে রান্না করতে হলে লাগবে ৩,৫০০ টাকা। এই তরুণীকে নিয়ে কেনাকাটা করতে গেলে দিতে হবে ৪,৫০০ টাকা। সপ্তাহান্তে ২ দিনের জন্য কোথাও বেড়াতে নিয়ে গেলে দিতে হবে ১০,০০০ টাকা।

 

 

সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

এই তরুণীর সোশ্যাল মিডিয়া পোস্টে যাঁরা মন্তব্য করছেন তাঁরা এই দর বেঁধে দেওয়া নিয়ে আপত্তি জানাচ্ছেন। অনেকে এই পোস্ট নিয়ে মজা করছেন। কেউ কেউ আবার দাবি করছেন, এটা টাকা আদায়ের ফাঁদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: ফুচকার দোকানে দাঁড়িয়ে এ কি করছেন প্রেমিক-প্রেমিকা? ভাইরাল ভিডিও দেখলে ঘেন্নায় নাক সিঁটকোবেন

Viral News: প্রেমিক কেন অন্য মহিলার দিকে তাকাবেন? রাগের বশে চোখে জলাতঙ্কের ইনজেকশন ঢুকিয়ে দিলেন প্রেমিকা

২০ বছর পর জেগে উঠল পুরনো প্রেম! প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েই রক্তাক্ত 'প্রেমিকা'

PREV
click me!

Recommended Stories

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের
গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত