পুরীর জগন্নাথ মন্দিরে ভয়াবহ বিস্ফোরণ! অগ্নিদ্বগ্ধ ১৫ জন, রথের আগেই অশুভ ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক

বুধবার জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুষ্করিণী সরোবরে সকলে জমায়েত করেছিলেন শতাধিক পুণ্যার্থী। তাদের মধ্যে কয়েকজন ভক্ত আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের উপরে।

Parna Sengupta | Published : May 30, 2024 4:53 AM IST

এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। রথযাত্রা উৎসবের আগে সাজো সাজো রব পুরীতে। স্বাভাবিকভাবেই বহু পুণ্যার্থীর ভীড়। আর রথযাত্রার সেই পবিত্র উৎসবের আগেই ঘটল বিপত্তি। পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময়ে হঠাৎই আতশবাজি থেকেই আগুন লেগে যায়। তাতেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় চোখের নিমেষে।

খবর অনুযায়ী, বুধবার জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুষ্করিণী সরোবরে সকলে জমায়েত করেছিলেন শতাধিক পুণ্যার্থী। তাদের মধ্যে কয়েকজন ভক্ত আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের উপরে। আর তাতেই ভয়ঙ্কর ঘটনা। যার জেরে ঝলসে গেলেন ১৫ জন পুণ্যার্থী। শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। জানা যাচ্ছে চন্দন যাত্রার সময়ে হঠাৎই আতশবাজি থেকেই আগুন লেগে যায়।

সূত্রের খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন দ্বগ্ধ হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটে নি। তবে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। চলছে চিকিৎসা। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার খরচও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।

সূত্রের খবর আতশবাজির ফুলকির আগুন বাজির স্তূপের উপরে পড়ায় পর পর বিস্ফোরণ হতে শুরু করে। বাজির আশেপাশে থাকা মানুষজন সেই আগুনে রীতিমতো ঝলসে যান। প্রাণ বাঁচাতে অনেকেই সরোবরে ঝাঁপ দেন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারোর মৃত্যু না হলেও বেশ গুরুতর ভাবে আহত হয়েছেন কয়েকজন। চিকিৎসা চলছে। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Today Horoscope Live : আজ কন্যা, কুম্ভ, বৃশ্চিক, মিথুন ও মেষ রাশির দিন কেমন কাটবে! দেখুন রাশিফল
Suvendu Adhikari : 'মমতা বিরোধীদের শেষ করে দিতে চায়' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari : 'ভালো হলে কৃতিত্ব নিজেদের, খারাপ হলে দায় শুভেন্দুর!' অভিমানী শুভেন্দুর প্রশ্ন!
Acropolis Mall Fire | অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ
Suvendu Adhikari : রাজ্যপাল নিজে ডেকেছেন, পুলিশ আটকাল কেন? প্রশ্ন শুভেন্দুর