ফের সুখবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। ফের এক বিরাট ঘোষণা করা হল মোদী সরকারের পক্ষ থেকে।
১ মে থেকে বাড়বে ডিএ। ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করল সরকার।
ডিএ কী?
ডিএ বা মহার্ঘ্য ভাতা হল সরকারি কর্মচারী, সরকারি খাতের কর্মী এবং পেনশনভোগীদের জন্য এক বিশেষ ভাতা। মূল বেতনের শতাংশ হিসেবে গণনা করা হয় এঠি।
মূদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বছরে বাড়ে ডিএ বা মহার্ঘ্য ভাতা।
কেন্দ্রীয় কর্মীদের ২ শতাংশ ডিএ বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্র। যা কার্যকর হবে জানুয়ারি থেকে।
এরই মাঝে ফের ডিএ ঘোষণা করল সরকার। ১ মে থেকে ফের বাড়তে চলেছে ডিএ।
এবার ডিএ বাড়বে দেশজুড়ে কর্মরত লক্ষ লক্ষ গ্রামীণ ডাক সেবকের।
শাখা পোস্ট মাস্টার (বিপিএম), সহকারী শাখা পোস্টমাস্টার (এবিপিএম), ডাক বিতরণ এবং সংগ্রহে কর্মরত ডাক সেবকদের ডিএ বাড়বে।
২০২৫ সালের মে মাসের বেতনের সঙ্গে পাবেন বাড়তি ডিএ। জানা গিয়েছে এমনটাই।
সরকারি সূত্র অনুসারে, প্রতি বছর মে এবং নভেম্বর মাসে বাড়ে ডিএ। সেই অনুসারে, ১ মে থেকে ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের।
Sayanita Chakraborty