দারুণ খবর! ১ মে থেকে ফের DA বাড়বে কেন্দ্রীয় কর্মীদের, বিরাট ঘোষণা মোদী সরকারের

Published : Apr 12, 2025, 09:42 AM IST

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর! মোদী সরকার ১ মে থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এই ডিএ গ্রামীণ ডাক সেবকদের জন্য প্রযোজ্য, যা ২০২৫ সালের মে মাসের বেতনের সঙ্গে পাওয়া যাবে।

PREV
110

ফের সুখবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। ফের এক বিরাট ঘোষণা করা হল মোদী সরকারের পক্ষ থেকে।

210

১ মে থেকে বাড়বে ডিএ। ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করল সরকার।

310

ডিএ কী?

ডিএ বা মহার্ঘ্য ভাতা হল সরকারি কর্মচারী, সরকারি খাতের কর্মী এবং পেনশনভোগীদের জন্য এক বিশেষ ভাতা। মূল বেতনের শতাংশ হিসেবে গণনা করা হয় এঠি।

410

মূদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বছরে বাড়ে ডিএ বা মহার্ঘ্য ভাতা।

510

কেন্দ্রীয় কর্মীদের ২ শতাংশ ডিএ বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্র। যা কার্যকর হবে জানুয়ারি থেকে।

610

এরই মাঝে ফের ডিএ ঘোষণা করল সরকার। ১ মে থেকে ফের বাড়তে চলেছে ডিএ।

710

এবার ডিএ বাড়বে দেশজুড়ে কর্মরত লক্ষ লক্ষ গ্রামীণ ডাক সেবকের।

810

শাখা পোস্ট মাস্টার (বিপিএম), সহকারী শাখা পোস্টমাস্টার (এবিপিএম), ডাক বিতরণ এবং সংগ্রহে কর্মরত ডাক সেবকদের ডিএ বাড়বে।

910

২০২৫ সালের মে মাসের বেতনের সঙ্গে পাবেন বাড়তি ডিএ। জানা গিয়েছে এমনটাই।

1010

সরকারি সূত্র অনুসারে, প্রতি বছর মে এবং নভেম্বর মাসে বাড়ে ডিএ। সেই অনুসারে, ১ মে থেকে ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মীদের।

click me!

Recommended Stories