সপ্তাহান্তে কেঁপে উঠল ধর্মশালা, শনিবার ভোরে ৩.২ তীব্রতার মৃদু ভূমিকম্প হিমাচল প্রদেশে

Published : Jan 14, 2023, 09:13 AM ISTUpdated : Jan 14, 2023, 09:14 AM IST
earthquake

সংক্ষিপ্ত

১৪ জানুয়ারি ভোরে হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সূত্রের খবর ধর্মশালার প্রায় ২২ কিমি এলাকা জুড়ে অনুভূত হয় এই ভূমিকম্প।

ফের একবার কেঁপে উঠল পাহাড়। শনিবার সকালে ভূমিকম্প হিমাচল প্রদেশে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী শনিবার ভোর ৫ টা ১৭ মিনট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পাহাড়ে। ১৪ জানুয়ারি ভোরে হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সূত্রের খবর ধর্মশালার প্রায় ২২ কিমি এলাকা জুড়ে অনুভূত হয় এই ভূমিকম্প। কম্পনের তীব্রতা ছিল ৩.২ রিক্টার স্কেল এবং গভীরতা ছিল প্রায় ৫ কিলোমিটার। শনিবার সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এই মঈমে টুইট করে জানানো হয়।

বিস্তারিত আসছে…. 

PREV
click me!

Recommended Stories

রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল
নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর