দুই বন্ধুর প্রেমের জন্যই স্পাইসজেটে ফোন, সঙ্গে দেখুন সেরা ১০টি খবর

একনজরে দেখেনিন দেশের সেরা ১০টি খবরষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর কর্মসূচিতেও চোখ রাখুন।

 

১.শুক্রবার ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের সমাপনী অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি 'গ্লোবাল সাউথ সেন্টার অব এক্সিলেন্স' প্রতিষ্ঠার ঘোষণা করেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং ব্রেটন উডস প্রতিষ্ঠান সহ প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলিতে অবিলম্বে মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ভারত একটি 'গ্লোবাল সাউথ সেন্টার অফ এক্সিলেন্স' স্থাপন করবে। এর সাথে তিনি একটি নতুন প্রকল্প 'আরোগ্য মৈত্রী' ঘোষণা করেছেন।

২. বিধানসভায় নির্বাচনের আগেই ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ বদলে গেল। এবার রাজ্য রাজনীতিতে যুযুধান দুই শক্তি বাম ও কংগ্রেস একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইর খবর অনুযায়ী শুক্রবার সিপিএম ও কংগ্রেস ঘোষণা করেছে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একসঙ্গে লড়াই করবে।

Latest Videos

৩. তামিলনাড়ুর সরকারি বিভাগে চাকরি পাওয়ার জন্য তামিল ভাষার যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রার্থীকে তামিল ভাষার প্রশ্নপত্রে উত্তীর্ণ হতে হবে। এ জন্য আইন সংশোধন করেছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভা তামিলনাড়ু সরকারী কর্মচারী (পরিষেবার শর্তাবলী) আইন, ২০১৬ সংশোধন করার জন্য একটি বিল পাস করেছে।

৪. পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলি জম্মু ও কাশ্মীরে কর্মরত জঙ্গিদেরহ কাছে ইউবিজিএল রাউন্ড (আন্ডার-ব্যারেল গ্রেনেড লঞ্চার) এবং ম্যাগনেটিক বোমা সহ অস্ত্র ও গোলাবারুদের একটি স্থানীয় নেটওয়ার্ক বজায় রেখেছিল। জম্মু অঞ্চলের এই দলের নেতা ছিলেন পাকিস্তানি হ্যান্ডলার সাজ্জাদ গুল। সীমান্তের ওপার থেকে আসা ড্রোনের (হেক্সাকপ্টার) মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ কখন কোথায় ফেলা হবে তা তিনি ঠিক করতেন। দলটি সফলভাবে ড্রোনটি দখল করলে, অস্ত্র ও গোলাবারুদগুলি কাশ্মীর উপত্যকায় সক্রিয় জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া হয়। NIA বৃহস্পতিবার জম্মুর একটি বিশেষ আদালতে এই মামলায় ছয় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

৫. স্পাইস জেটে বোমা রয়েছে- ফোন করে এই আতঙ্ক ছড়িয়ে দেওয়া অভিযোগে দিল্লি পুলিশ শুক্রবার দ্বারকার বাসিন্দা অভিনব প্রকাশ নামে বছর ২৪ এর এক যুবককে গ্রেফতার করেছিল গতকাল দিল্লি থেকে পুনার উদ্দেশ্যে যাওয়া বিমান নিয়ে এই ব্যক্তির করা ফোনেই বোমার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়েছিল বিমানটি। তবে ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছে, সে তার দুই বন্ধুর প্রেমের জন্যই এই কাজ করেছিল।

৬. বৃহস্পতিবার কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া নিরাপত্তা কর্ডন ভেঙে একটি মালা হাতে এগিয়ে গিয়েছিল সে। যা নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই কিশোরের নাম কুণাল ধোঙ্গাদি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র কুণাল। শুক্রবার সেই কুণাল জানিয়েছে সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জন ভক্ত। আর তার কাছে নরেন্দ্র মোদী বল 'ভগবানের মত'।কুণাল জানিয়েছে,বৃহস্পতিবার সে ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পেয়ে নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেনি। আর সেই কারণে মালা হাতে তা দেওয়ার জন্য ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছিল। সে আরও জানিয়েছে, ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বুঝতে পেরেছিলেন মোদীর গাড়ি সেখান দিয়ে দ্রুত চলে যাবে। তাই সেই কারণেই সে ঠিক ওই জায়গায় এসে দাঁড়িয়েছিল। কুণাল জানিয়েছে, 'আমি মোদীকে মালা দিয়ে গিয়েছিলাম। খুবরে শুনেছিলাম মোদীজি আসবেন তাই আমি বাড়িতে থাকতে চাইনি। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়েছিলাম। মোদীজি তাঁর নিজের গাড়িতে চড়ে যাচ্ছিলেন। কিন্তু আমিও সেখানে ছিলাম, সঙ্গে ছিল আমার খুড়তুতো ভাই। আমরা দুজনেই আরএসএস-এর ইউনিফর্ম পরেছিলাম মোদীজি দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু তিনি আমাদের দিকে তাকালেন না। তাই গাড়িটি চলে যাবে ভেবে একবার তার কাছে যাওয়ার জন্যই আমি ব্যারিকেড ভেঙে চলে গিয়েছিলাম।'

৭. ভারতের মানচিত্র থেকে মুছে যেতে বসেছে যোশীমঠ। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রিপোর্ট থেকে এমন কথাই জানা যাচ্ছে। ইসরোর প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে গত ১২ দিন ধরেই শুরু হয়ে গিয়েছে যোশীমঠের ধসে যাওয়ার প্রক্রিয়া। যে দিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে যশীমঠকে বাঁচানোর আর বিশেষ সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরাও। ক্রমেই বসে যাচ্ছে যশীমঠের রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট। ভবিষ্যতে মানচিত্র থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে এই জনপদ। সূত্রের খবর গত ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে যোশীমঠ।

৮. যোশীমঠের বিপর্যয়ের দায়ে অস্বীকার করল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। যশীমঠের ধসের জন্য প্রথম থেকেই কাঠগোড়ায় তোলা হয়েছিল তপোবন জলবিদ্যুৎ প্রকল্পকে। পাহাড় ফাটিয়ে টানেল তৈরির জেরেই তলীয়ে যাচ্ছে যশীমঠ, এমনটাই দাবি করা হয় স্থানীয় মানুষ ও পরিবেশবিদদের একাংশের তরফে। তবোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পে মাটির তলায় ১২ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ তৈরি করা হয়েছিল। এরপরই যশীমঠের ক্রমশ তলীয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। এরপরই ১০ জানুয়ারি এনটিপিসিকে বিষয়টি ক্ষতিয়ে দেখার নির্দেশ দেয় বিদ্যুৎমন্ত্রক। পরের দিনই অভিযোগ নিয়ে কেন্দ্রকে জবাব দেয় এনটিপিসি। সূত্রের খবর এনটিপিসির চিঠিতে জানানো হয়েছে যোশীমঠের তলা দিয়ে কোনও টানেল নির্মাণ করা হয়নি।

৯. চালু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছে হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এবার দেশের এই প্রিমিয়াম ট্রেনে পচা খাবার দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার গতকাল রাতে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। গোটা ঘটনা নিয়ে আইআরসিটিসিতেও অভিযোগ জানানো হয়। অভিযোগ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে। সূত্রের খবর এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে এই ঘটনা। খারাপ খাবার দেওয়ায় ট্রেনের মধ্যেই সরব হন যাত্রীরা। পরে গোটা ঘটনা নিয়ে অভিযোগও জানানো হয়।

১০. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এমভি গঙ্গা বিলাশের যাত্রার সূচনা করেন। এই বিলাস বহুল ক্রুজটি ৫১ দিনের মধ্যে ভারত ও বাংলাদেশের পাঁচটি রাজ্যের ২৭টি নদীর মধ্যে যাতায়াত করবে। সবমিলিয়ে ৩ হাজার ২০০ কিলোমিটার নদী পথ পাড়ি দেবে। এমভি গঙ্গা বিলাস হল ভারতে তৈরি হওয়া প্রথম ক্রুজ জাহাজ এবং এটি উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে এবং বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড়ে পৌঁছাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন অনুষ্ঠানে বলেছেন গঙ্গা নদীতে ক্রুজ পরিষেবার সূচনা একটি যুগান্তকারী মুহূর্ত এবং এটি ভারতে পর্যটনের একটি নতুন যুগের সূচনা করবে।

 

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury