ব্যাঙ্কিং সিস্টেমে বড়সড় হামলা! মারাত্মক প্রভাব পড়ল প্রায় ৩০০ ব্যাঙ্কে

Published : Aug 01, 2024, 08:27 AM IST
Cyber Crime

সংক্ষিপ্ত

ব্যাঙ্কিং সিস্টেমে বড়সড় হামলা! মারাত্মক প্রভাব পড়ল প্রায় ৩০০ ব্যাঙ্কে

ব্যাঙ্কিং সেক্টরে বড়সড় হামলা! ব্যাপক প্রভাব পড়েছে ভারতের প্রায় ৩০০ টি ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমের উপরে।

শুধু তাই নয়, সাময়িক ভাবে বন্ধ করে দিতে হল একাধিক সিস্টেম। পরে রয়টার্সের কাছে খবর পৌঁছতে তা জানাজানি হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে সাইবার বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, সি এজ টেকনোলজির উপরে একটি সাইবার হামলা হয়। এরই প্রভাব অন্যান্য ব্যাঙ্কের উপরে পড়ে। মূলত সি এন টেকনোলজি সারা দেশের ব্যাঙ্কগুলিতে প্রযুক্তি সংক্রান্ত পরিষেবা দেয়। আর সেখানেই হঠাৎ হামলা করে ব়্যানসমওয়্যার।

যদিও সি-এজ টেকনোলজিসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে জানতে চাওয়া হলেও এখনও এ প্রসঙ্গে কোনও উত্তর দেয়নি RBI। তবে এই ঘটনার পরে একটি পাবলিক অ্যাডভাইজরি জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন।

যেখানে জানানো হয়েছে যে আপাতত সিএজ টেকনোলজিসকে-কে পেমেন্ট বা অর্থ প্রদানের সিস্টেমগুলি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশের ৩০০টি ছোট ব্যাঙ্ককে দেশের এই বৃহত্তম পেমেন্ট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এমনটাই জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু