রান্না করতেই পারেন না স্ত্রী, খেতে না পাওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ স্বামী

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্ত্রী যদি রান্না না জানে, তবে স্বামীকে রান্না করে না খাওয়াতে পারা কোনও অপরাধ নয়। রান্না না জানা এবং সেই কারণে রান্না করে খাওয়াতে না পারা কোনও ‘নিষ্ঠুরতা’ বলে গণ্য করা যায় না

স্ত্রীর থেকে বিবাহ বিচ্ছেদ চাই। কারণটা জানলে একটু চমকে যাবেন। তাঁর স্ত্রী নাকি রান্না করতে পারেন না, তাই তিনি ভালো ভাবে খেতে পান না। এই মর্মে কেরল হাইকোর্টের কাছে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকলেন এক ব্যক্তি। তবে তাঁর সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত। কেরল হাইকোর্টের বিচারপতি অনিল কে নরেন্দ্রন ও বিচারপতি সোফি থমাসের ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠেছিল। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্ত্রী যদি রান্না না জানে, তবে স্বামীকে রান্না করে না খাওয়াতে পারা কোনও অপরাধ নয়। রান্না না জানা এবং সেই কারণে রান্না করে খাওয়াতে না পারা কোনও ‘নিষ্ঠুরতা’ বলে গণ্য করা যায় না বলেই মনে করছে কেরল হাইকোর্ট।

তবে স্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ ছিল ওই ব্যক্তির। স্বামীর অভিযোগ, বিভিন্ন ভাবে স্ত্রী তাঁকে অপমান করেন। এমনকী আত্মীয়-স্বজনদের সামনেও অপমানিত করতে ছাড়েন না। তাঁকে ঠিকঠাক সম্মান দেন না এবং সবসময় দূরত্ব তৈরি করে রাখেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ১১ বছর পেরিয়ে গিয়েছে তাঁদের বৈবাহিক জীবনের। ২০১২ সালের মে মাসে তাঁদের বিয়ে হয়েছিল। তখন তাঁরা থাকতেন আবু ধাবিতে। এই অশান্তির মধ্যে স্বামীর অফিসেও যোগাযোগ করেছিলেন স্ত্রী। সেখানেও তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, তাঁকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এছাড়া, শাশুড়ির সঙ্গে নানা ভাবে অশান্তি করার অভিযোগও এনেছেন ওই ব্যক্তি।

Latest Videos

তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর বিবাহ বিচ্ছেদের ওই মামলা খারিজ করে দেয় আদালত। এই দম্পতি প্রায় ১০ বছর ধরে আলাদা থাকছেন। কিন্তু আদালত জানাচ্ছে, যেহেতু পর্যাপ্ত কোনও কারণ পাওয়া যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের, তাই একপক্ষ এককভাবে এই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না।

স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল স্বামীর যৌন বিকৃতি ছিল এবং মাঝে মধ্যেই শারীরিক গঠন নিয়ে স্ত্রীকে তাচ্ছিল্য করত বলে অভিযোগ। স্বামীর মানসিক সমস্যা রয়েছে বলেও অভিযোগ স্ত্রীর। মহিলার বক্তব্য, তিনি বৈবাহিক জীবন নিয়ে চিন্তায় ছিলেন। স্বামীর সঙ্গে কী হয়েছে, তা জানতেই তাঁর অফিসে যোগাযোগ করেছিলেন বলে আদালতে জানান তিনি।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার