বুধবার সারা দেশ যখন বড়দিনের উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের সামনে মারাত্মক ঘটনা ঘটে গেল। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার বড়দিনের বিকেলে রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই যুবকের নাম জিতেন্দ্র কুমার। এই যুবকের বয়স ২৬ বছর। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা বলে জানা গিয়েছে। জিতেন্দ্রকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ফলে এই যুবকের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কার্যত নেই। তবে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। জিতেন্দ্রর ব্যাগ থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। এই যুবকের সঙ্গে কারও ঝামেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সংসদ ভবনের সামনে মর্মান্তিক ঘটনা
দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বুধবার বিকেল তিনটে বেজে ৫৫ মিনিটে তাঁরা ফোন পান। তাঁদের খবর দেওয়া হয়, নতুন সংসদ ভবনের উল্টোদিকে রেল ভবনের সামনে গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। সংসদের নিরাপত্তারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে জিতেন্দ্রর পুড়ে যাওয়া বুট, ব্যাগ, পোশাক পড়েছিল। ব্যাগ থেকে হিন্দিতে লেখা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। এই যুবক ব্যক্তিগত সমস্যার জেরেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে মত দিল্লি পুলিশের।
কীভাবে সংসদের কাছে পৌঁছে গেলেন এই যুবক?
দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলির অন্যতম সংসদ ভবন। কিন্তু সংসদের কাছে এক যুবক কীভাবে দাহ্য পদার্থ নিয়ে পৌঁছে গেলেন, এই প্রশ্ন উঠে গিয়েছে। সংসদের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।