সদ্যোজাত শিশুকে বিক্রি করে ক্ষতিপূরণ, নির্যাতিতাকে নির্মম রায় পঞ্চায়েতের

  • এক বছর ধরে নাবালিকাকে ধর্ষণ করে দুই ব্যক্তি 
  • ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে যায় ওই নাবালিকা
  • অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না পঞ্চায়েত 
  • সদ্যোজাত শিশুকে বিক্রি করে ক্ষতিপূরণ নিতে বলল পঞ্চায়েত 
Tamalika Chakraborty | Published : Nov 12, 2019 10:13 AM IST

১৫ বছরের এক বালিকাকে দিনের পর দিন দুই ব্যক্তি ধর্ষণ করে গিয়েছে। যার জেরে ওই বালিকা গর্ভবতী হয়ে পড়ে।  ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েতের তরফে বিচারসভা বসানো হয়। সেই পঞ্চায়েতে বিচারের রায় শুনলে চমকে উঠতে হবে। পঞ্চায়েত জানিয়েছে, গর্ভবতী ওই বালিকার শিশু জন্মালে তাকে বিক্রি করে দিতে হবে। বিনিময়ে যে টাকা পাওয়া যাবে, তাই হবে ওর ক্ষতিপূরণ। শুনতে খুব অবাক লাগলেও ঘটনাটা সত্যি। আর এই ঘটনা ঘটেছে বিহারের মুজাফফরপুরে। 

পঞ্চায়েত থেকে এই বিচার পাওয়ার পর হতাশ দীন মজুর পরিবারটি মুজাফফর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে মৌলানা মকবুল ও মুহাম্মদ সোহিবের নামে। অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। মুজাফফরপুরের কার্তা মসজিদ কমিটির সদস্য মুহাম্মদ সারদে জানিয়েছেন,  ১৫ বছরের মেয়েটি একাধিকবার পঞ্চায়েতে এসে অভিযোগ জানিয়েছে ধর্ষণের বিষয়ে। সে বার বার বিচারের দাবি জানিয়েছে। চলতি বছরের শুরু থেকে তাকে ক্রমাগত ধর্ষণ করে গিয়েছে মুজাফফরপুরের দুই বাসিন্দা বলে অভিযোগ করে এসেছে। 

Latest Videos

সারদে আরও জানিয়েছে, গত মাসে ওই বালিকা ধর্ষণের ফলে একটি শিশু সন্তান প্রসব করেছে। তিনি পঞ্চায়েতের সাফাই গেয়ে জানিয়েছেন, আমাদের পঞ্চায়েতের তরফে একটা ভালো উপায় বের করা হয়েছিল। ওই সদ্যোজাতো শিশুটিকে এক লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার কথা বলা হয়েছিল। ওই বালিকা টাকাটা ক্ষতিপূরণ হিসেবে রাখতে পারে। কিন্তু এখনও শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে কিছু জানি না। 
যদিও কার্তা গ্রামের মুখিয়া অরুণ কুমার জানিয়েছেন, আমি আগেই বলেছিলাম, পঞ্চায়েতে এই ধরনের সমস্যার বিচার পাওয়া সম্ভব নয়। মেয়েটি ও তার পরিবারকে বার বার পুলিশে অভিযোগ জানানোর কথা আমি বলেছিলাম। 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
'চিন্ময় প্রভুকে স্লো পয়জন করতে পারে বাংলাদেশের ইউনূস' #shorts #suvenduadhikari #chinmoykrishnadas
'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', Diljit এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী Narendra Modi
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari