সীমান্ত সুরক্ষায় কড়া নজর, প্রতিরক্ষা ক্ষেত্রে ধার বাড়াতে ভারতকে আরও S-400 ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া

Published : Sep 03, 2025, 08:36 AM IST

Russia S400 Missile to India: সস্তায় তেলের পর এবার প্রতিরক্ষা ক্ষেত্রে আরও উন্নত হচ্ছে ভারত। কারণ, খুব শীঘ্রই রাশিয়া থেকে আসছে  অত্যাধুনিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
ভারতে আসছে এস৪০০ ক্ষেপণাস্ত্র

ভারতের কাছে আরও এস-৪০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের জন্য আলোচনা চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি 'তাস' নামক রাশিয়ার একটি সংবদ পত্রের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নতুন করে চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। এর আগে ভারত পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল, যার মধ্যে কয়েকটি ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

26
ভারতের কাছে S-400 ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য আলোচনা

এই বিষয়ে রাশিয়ার সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সার্ভিস-এর প্রধান দিমিত্রি শুগায়েভ একটি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ভারত ইতিমধ্যেই এস-৪০০ পরিচালনা করছে এবং আমরা নতুন করে সরবরাহ চুক্তির বিষয়ে আলোচনা করছি।" তিনি আরও বলেন যে, ‘’ভারত রাশিয়ার একটি অন্যতম প্রধান সামরিক অংশীদার এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের।''

36
রুশ ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগেই হয়েছিল চুক্তি

২০১৮ সালে, নয়াদিল্লি মস্কোর সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে পাঁচটি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য। এই ব্যবস্থাগুলি চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবিলায় সহায়তা করবে। তবে, চুক্তিটি বারবার বিলম্বিত হয়েছে, এবং এখন শেষ দুটি ইউনিট ২০২৬ এবং ২০২৭ সালে সরবরাহ করা হবে বলে নির্ধারিত হয়েছে।

46
ভারতের অস্ত্র আমদানিতে প্রধান ভরসা রাশিয়া!

এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকার চাপ সত্ত্বেও ভারত তাদের অবস্থানে অনড় রয়েছে। বুধবারই এই বিষয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘’মস্কো ভারতের এই অবস্থানের প্রশংসা করে। রাশিয়ার সম্পদ কেনা বন্ধ করার জন্য আমেরিকার পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সেই দাবি মেনে নেয়নি।'' এদিকে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ফ্রান্স ও ইজরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা বাড়ালেও রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত যে পরিমাণ অস্ত্র আমদানি করেছে, তার ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে। 

56
রাশিয়া থেকে বহু ক্ষেপণাস্ত্র সরবরাহ ভারতের

 যদিও ভারত ও রাশিয়া হল দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে টি-৯০ ট্যাঙ্ক এবং সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন, মিগ-২৯ এবং কামোভ হেলিকপ্টার সরবরাহ, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য (আগের অ্যাডমিরাল গোরশকোভ), ভারতে একে-২০৩ রাইফেল উৎপাদন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম।

66
প্রতিক্রিয়া মেলেনি মোদী-পুতিনের

সূত্রের খবর, ভারতকে যে আরও এস৪০০ মিসাইল বিক্রি করছে মস্কো সেই বিষয়ে দুই দেশের রাষ্ট্র প্রধানের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, রুশ তেল কেনায় যেভাবে ভারতের প্রতি রুষ্ট ট্রাম্প তাতে ফের মিসাইল কেনার খবরে আমেরিকার সঙ্গে ভারতের সঙ্ঘাত বাড়বে বৈকি কমবে না! 

Read more Photos on
click me!

Recommended Stories