বাবা-মায়ের সামনেই কিশোরীকে গণধর্ষণ বন্দুক দেখিয়ে, এখনও পর্যন্ত গ্রেফতার তিন

Published : Feb 01, 2024, 09:08 PM IST
molestation rape

সংক্ষিপ্ত

বাবা ও মায়ের সামনেই ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করা হল। নির্যাতিতার অভিযোগ বন্দুকের নল তাঁর কানের গোড়ায় ধরেই ধর্ষণ করা হয়েছিল। 

মর্মান্তিক ঘটনা মধ্য প্রদেশে। বাবা ও মায়ের সামনেই ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করা হল। নির্যাতিতার অভিযোগ বন্দুকের নল তাঁর কানের গোড়ায় ধরেই ধর্ষণ করা হয়েছিল। ঘটনাটি সোমবার রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ভানওয়ারপুর এলাকায় ঘটেছে। এই ঘটনার দুই দিন পরে বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তিন জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ মীনা বলেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সোমবার রাজে জেলার ভানওয়ালারপুর থানা সীমানা অধীনে একটি গ্রামে নাবালিকা ছিল। কিশোরীকে ধর্ষণ করার পাশাপাশি তাঁর বাবা মাকেও লাঞ্ছিত করা হয়েছে। মেয়েটির পরিবার মাত্র এক মাস আগেই গোয়ালিয়রে এসেছিলন।

নির্যাতিতার বাবা ও মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৭৬, ৩৭৬ডি, ৪৫৮, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও POCSO আইনেও মামলা দায়ের করা হয়েছে। তিন অভিযুক্তের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একটি অনাথ আশ্রমে বসবাসকারী ১০ বছর বয়সী একটি মেয়েকে ওডিশার কটকে স্কুল থেকে ফেরার সময় ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশ বুধবার জানিয়েছে। সোমবার বিকেলে কটক রেলস্টেশনের কাছে কলেজ স্কোয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা বর্তমানে চিকিৎসাধীন। নির্যাতিতার বাবা জেলবন্দি। মায়ের মৃত্যু হয়েছে। তাই নির্যাতিতাকে অনাথ আশ্রমে রাখা হয়েছিল।

 

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়