আকুল দুই চোখ খুঁজে বেড়াচ্ছিল বাবাকে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হাত জোড় করে এই আর্জি জানাচ্ছে সে। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তে চোখ জল নেটিজেনদেরও।
শবরীমালা মন্দিরে উপচে পড়ছে ভিড়। তারই মাঝে বাবাকে খুঁজে না পেয়ে চিৎকার করে কান্না জুড়ল খুদে। হাতজোড় করে হাউহাউ করে কাঁদল শিশু। শবরীমালা চত্ত্বরে ভক্তদের জোয়ারে সে হারিয়ে ফেলেছিল তার বাবাকে। অসহায়ের মত খুঁজেও বেড়াচ্ছিল পরিচিতজনকে। এক পুলিশকর্মীর সহায়তায় বাসে ওঠে সে। সেখানেও তার কান্না থামেনি।
আকুল দুই চোখ খুঁজে বেড়াচ্ছিল বাবাকে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হাত জোড় করে এই আর্জি জানাচ্ছে সে। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তে চোখ জল নেটিজেনদেরও। শবরীমালায় ভক্তদের জোয়ার নেমেছে গত পাঁচদিন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। যে কারণে কেরল সরকারকে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছে। তবে পরিস্থিতির বদল হয়নি।
সেই পরিস্থিতিতেই এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক বাচ্চা ছেলে বাসের জানলা থেকে মুখ বের করে ‘বাবা, বাবা’ বলে চিৎকার করছে। যাঁরাই বাসের দিকে এগিয়ে আসছেন, তাঁদের কাছেই খুদের আর্জি, বাবাকে যেন কেউ খুঁজে দেয়। কান্নায় ভেসে যাচ্ছে দুচোখ। হাত জোড় করে কাকুতি-মিনতি করছে সে। তার এমন কষ্ট দেখে মন কাঁদছে নেটিজেনদেরও।
শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে এসে যাতে ভক্তদের সমস্যায় না পড়তে হয়, কিংবা যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিন্তু কোথায় নজরদারি, কোথায় নিয়ন্ত্রণ! একের পর এক অঘটনা ঘটে চলেছে মন্দিরে। প্রবল ভিড়ে কখনও মাথা ঘুরে পড়ে যাচ্ছে ১১ বছরের কিশোরী, কখনও পদপিষ্ট হয়ে মৃত্যু হচ্ছে মহিলার।
আর এবার ভাইরাল হল এই খুদের ভিডিও। তার এমন কষ্ট দেখে মন কাঁদছে নেটিজেনদেরও। খুদের এই হাল দেখে আসরে নামে পুলিশও। শেষমেশ বাবাকে খুঁজে পায় ওই শিশু। তারপর কান্না থামে। হাত নাড়িয়ে সেখান থেকে বিদায় নেয় সে।
আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।