Ayodhya Ram Mandir: অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু, আমন্ত্রিত VVIP-দের জন্য থাকছে বিধিনিষেধ

Published : Dec 12, 2023, 09:31 PM ISTUpdated : Dec 19, 2023, 11:30 PM IST
Ram Mandir Ayodhya Inaugration Date

সংক্ষিপ্ত

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অতিথিরা যেন ২০ জানুয়ারি সন্ধ্যা থেকে ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছে যায়। 

অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। রামলালার মূর্তি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টরা। ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠান শুরু হয়েছে। আমন্ত্রণপত্রে অতিথিতে ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যা পৌঁছাতে অনুরোধ করা হয়েছে। আমন্ত্রিতরা যাতে ২২ জানুয়ারি অনুষ্ঠানের দিন দিন কোনও মতেই অযোধ্যা না আসেন তারও আবেদন জানিয়েছে ট্রাস্ট। বলা হয়েছে পরিস্থিতি জটিল হলে ট্রাস্টের পক্ষ থেকে সামাল দেওয়া সম্ভব হবে না।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অতিথিরা যেন ২০ জানুয়ারি সন্ধ্যা থেকে ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছে যায়। একই সঙ্গে বিশেষ অতিথিদের জন্য কয়েকটি বাধ্যতামূলক নির্দেশিকাও জারি করা হয়েছে-

  • আমন্ত্রিত অতিথিদের ভিবিআইপিদের আধার কার্ড রাখা বাধ্যতামূলক
  • নিরাপত্তার কারণে অনুষ্ঠানস্থলে মোবাইল, পার্স ও অন্য যে কোনও ইলেকট্রনিক্স গেজেট নিয়ে যাওয়া যাবে না
  • ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সমস্ত অতিথিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে
  • প্রায় ৩ ঘণ্টা ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলবে
  • অনুষ্ঠান স্থলে পৌঁছাতে হবে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে
  • অসুস্থ, বয়স্ক ও অক্ষম ব্যক্তিরা যাতে অনুষ্ঠানের দিন উপস্থিত না থেকেন তারও আবেদন করেছে, সংশ্লিষ্টদের ফেব্রুয়ারি মাসে আসার আবেদন জানান হয়েছে
  • প্রতিটি আমন্ত্রণ কার্ডে মাত্র একজন করে প্রবেশ করতে পারবে
  • ভিবিআইপিদের নিরাপত্তা কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে
  • শিশুদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না
  • আমন্ত্রিত ব্যক্তিরা শুরুমাত্র শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দেওযা ব্যক্তিগত আইডি কার্ড দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন
  • প্রবেশপত্রের জন্য আমন্ত্রিতদের একটি লিঙ্ক পাঠান হবে, সেই লিঙ্কে বিবরণ পুরণ করতে হবে। তারপরই আইডি কার্ড ইস্যু করা হবে

আরও পড়ুনঃ

Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহের ছবি শেয়ার করল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, দেখুন রামলালার আবাসস্থল

Fake Photo: রামমন্দিরের পুরোহিতের জাল আপত্তিকর ছবি পোস্ট, গ্রেফতার গুজরাট কংগ্রেসের নেতা

Parliament Winter Session: কাশ্মীরি পণ্ডিতদের জন্য সংরক্ষণ বিল পাশ রাজ্যসভায়, ৩৭০ ধারা নিয়ে বর্তা আমিত শাহের

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo