Ayodhya Ram Mandir: অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু, আমন্ত্রিত VVIP-দের জন্য থাকছে বিধিনিষেধ

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অতিথিরা যেন ২০ জানুয়ারি সন্ধ্যা থেকে ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছে যায়।

 

Saborni Mitra | Published : Dec 12, 2023 4:01 PM IST / Updated: Dec 19 2023, 11:30 PM IST

অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। রামলালার মূর্তি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টরা। ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠান শুরু হয়েছে। আমন্ত্রণপত্রে অতিথিতে ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যা পৌঁছাতে অনুরোধ করা হয়েছে। আমন্ত্রিতরা যাতে ২২ জানুয়ারি অনুষ্ঠানের দিন দিন কোনও মতেই অযোধ্যা না আসেন তারও আবেদন জানিয়েছে ট্রাস্ট। বলা হয়েছে পরিস্থিতি জটিল হলে ট্রাস্টের পক্ষ থেকে সামাল দেওয়া সম্ভব হবে না।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অতিথিরা যেন ২০ জানুয়ারি সন্ধ্যা থেকে ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছে যায়। একই সঙ্গে বিশেষ অতিথিদের জন্য কয়েকটি বাধ্যতামূলক নির্দেশিকাও জারি করা হয়েছে-

আরও পড়ুনঃ

Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহের ছবি শেয়ার করল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, দেখুন রামলালার আবাসস্থল

Fake Photo: রামমন্দিরের পুরোহিতের জাল আপত্তিকর ছবি পোস্ট, গ্রেফতার গুজরাট কংগ্রেসের নেতা

Parliament Winter Session: কাশ্মীরি পণ্ডিতদের জন্য সংরক্ষণ বিল পাশ রাজ্যসভায়, ৩৭০ ধারা নিয়ে বর্তা আমিত শাহের

 

Read more Articles on
Share this article
click me!