
১৬ বছর ধরে গৃহবন্দি ছিলেন এক মহিলা! শ্বশুর বাড়িতে আটক করে রাখা হয়েছিল তাঁকে। শেষমেষ পুলিশ গিয়ে উদ্ধার করলেন মহিলাকেষ ভোপালে চাঞ্চল্যকর ঘটনা।
১৬ বছর ধরে স্বামীর পরিবারের হাতে বন্দি থাকার পর এক মহিলাকে উদ্ধার করল পুলিশ।
জাহাঙ্গীরাবাদ মহিলা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিল্পা জানিয়েছেন, "রানুর বাবা কিষাণ লাল সাহুর অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশের নরসিংহপুর থেকে রানু সাহু নামে ওই নারীকে উদ্ধার করা হয়েছে।"
অভিযোগে বলা হয়, ২০০৬ সালে বিয়ে হয় রানুর। কিন্তু ২০০৮ সাল থেকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি এবং তাঁকে চরম হেনস্থা করে। কিষাণ লাল জানান, ছেলে ও মেয়ের কাছ থেকেও রানু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একদমই।
সম্প্রতি, রানুর শ্বশুরবাড়ির প্রতিবেশীরা কিষাণ লালকে জানান যে তাঁর স্বামীর পরিবার থেকে নির্যাতনের ফলে তাঁর অবস্থার অবনতি হচ্ছে, যার পরে তিনি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় রানুকে উদ্ধার করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।