- Home
- West Bengal
- Kolkata
- 'ডিভিসি-র ছাড়া জলেই উৎসবের মাঝে বাংলায় বিপর্যয়', রাজ্যের প্লাবন পরিস্থিতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী
'ডিভিসি-র ছাড়া জলেই উৎসবের মাঝে বাংলায় বিপর্যয়', রাজ্যের প্লাবন পরিস্থিতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী
Mamata On DVC: উৎসবের আবহে ডিভিসির দফায় দফায় জল ছাড়া নিয়ে ফের একবার ডিভিসি-কে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

রাজ্যজুড়ে বিপর্যয় নিয়ে ডিভিসি-কে তোপ
একদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি। অন্যদিকে ডিভিসির ছাড়া জলে নদীগুলির বানভাসি অবস্থা। রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোয় ডিভিসির ছাড়া জল আর ঘূর্ণাবর্তেপ প্রভাবে প্রবল বৃষ্টিতে প্লাবিত শহর কলকাতা সহ মফস্বল অঞ্চল। যা নিয়ে ফের ডিভিসি-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মুখ্যমন্ত্রী?
শুক্রবার একাদশী তিথিতে ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের বানভাসি পরিস্থিতির কথা তুলে ধরে দীর্ঘ একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। তিনি অভিযোগ করে জানান যে, এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়। এটা ডিভিসি-র তৈরি বিপর্যয়। এভাবে বাংলাকে তিনি বিসর্জন হতে দেবেন না বলেও স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।
ডিভিসি-কে হুঁশিয়ারি
রাজ্যজুড়ে প্লাবন পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিভিসি-কে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘'বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিলি। কারণ, রাজ্যকে নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে তারা। উৎসবের সময় ইচ্ছাকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয়।''
ডিভিসি-কে হুঁশিয়ারি
তিনি আরও বলেন, ‘’এই ধরনের আচরণ লজ্জাজনক। এবং অবশ্যই অগ্রহণীয়। কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিভিসি। এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়। এটা ডিভিসির দ্বারা তৈরি করা বিপর্যয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না। বাংলাবিরোধী যেকোনও ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াব। সত্যের জয় হবে। অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই।''

