
Aadhaar IDs sold: হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম (Telegram) অ্যাপে অন্তত ৪০টি গ্রুপ তৈরি করে বিক্রি করা হচ্ছে আধার আইডি (Aadhaar IDs)। ভারতীয় রেল (Indian Railways) তৎকাল টিকিট (Tatkal tickets) সংক্রান্ত নতুন নিয়ম চালু করার পরেই আধার আইডি নিয়ে জালিয়াতদের তৎপরতা বেড়ে গিয়েছে। কারণ, রেলের নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে হলে আধার-ওটিপি দিতে হবে বা আধারের মাধ্যমে ভেরিফায়েড অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট কাটা যাবে। যাঁরা রেলের কাউন্টারে গিয়ে বা আইআরসিটিসি (IRCTC) অ্যাপ, ওয়েবসাইটের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে চাইছেন, তাঁদের সবারই আধার প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষের আধার আইডি জোগাড় করে তৎকাল টিকিট কাটছে জালিয়াতরা। ফলে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাপে বিভিন্ন গ্রুপে আছে হাজার হাজার আইআরসিটিসি এজেন্ট। তারা বহু মানুষের আধার আইডি হাতিয়ে নিচ্ছে। এই গ্রুপগুলিতে ই-টিকিট জালিয়াতি চক্রের পাণ্ডারাও আছে। তাদের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে পরিচিত ব্যক্তিদের যোগ আছে। ভুয়ো টিকিট বিক্রেতারাও এই চক্রের সঙ্গে যুক্ত। তারা আইআরসিটিসি অ্যাপ, ওয়েবসাইটের ফাঁক দেখিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক ফোন নাম্বার ব্যবহার করছে জালিয়াতরা। তারা নিজেদের পরিচয় গোপন রেখেই জালিয়াতি চালিয়ে যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাপে মাত্র ৩৬০ টাকায় আধার আইডি বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ওটিপি নিয়ে তৎকাল টিকিট কাটছে জালিয়াতরা। ফলে সাধারণ মানুষ তৎকাল টিকিট পাচ্ছেন না। এতে যেমন রেলের আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনই সাধারণ মানুষও সমস্যায় পড়ছেন। কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, হাজার হাজার আধার আইডি যেভাবে বিক্রি হচ্ছে, তাতে মানুষের ব্যক্তিগত তথ্যও জালিয়াতদের হাতে চলে যাচ্ছে। তারা কীভাবে আধার আইডি পাচ্ছে, সেই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্তের দাবি উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।