Zelenskyy Modi Meeting: সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। বারবার থামার কথা বললেও যুদ্ধ বন্ধ করার নামগন্ধ নেই পুতিনের। এই আবহে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। থামাথামির নাম নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাশিয়াকে ইউক্রেনে হামলা চালানো বন্ধ করার কথা বললেও নিজ সিদ্ধান্তে অটল পুতিন। এই অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। বিষয়টি যে কতটা গুরুতর তা বোঝাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি।
25
কী কথা হল দুই রাষ্ট্রনেতার?
সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে জেলেনস্কি রুশ হামলার বিষয়ে মোদীকে অবহিত করেন। তিনি বলেন, ‘’যখন যুদ্ধ শেষ করার একটি কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই রাশিয়া যুদ্ধবিরতির জন্য কোনও আগ্রহ দেখাচ্ছে না। বরং তারা শুধু দখলদারিত্ব ও হত্যাকাণ্ড চালিয়ে যেতে চাইছে।''
35
রাশিয়ার বিরুদ্ধে মোদীকে নালিশ
মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে দীর্ঘ বার্তা পোস্ট করেন জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ‘’ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের জনগণের প্রতি তাঁর উষ্ণ সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।''
জানা গিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান আগামী সেপ্টেম্বরে বৈঠক করতে পারেন। তবে ঠিক কবে বৈঠক করবেন সেই বিষয়ে নয়া দিল্লির তরফে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
55
কী বললেন জেলেনস্কি?
তিনি আরও বলেন, "এটা গুরুত্বপূর্ণ যে ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে এবং এই অবস্থানে সহমত পোষণ করছে যে ইউক্রেন সম্পর্কিত সবকিছু ইউক্রেনের অংশগ্রহণে সিদ্ধান্ত নিতে হবে। অন্য কোনও বিকল্প ফল আনবে না।"