আধারের তথ্য ভুল? নিজেই ঘরে বসে মাত্র ৫ মিনিটে অনলাইনে সংশোধন করে নিন

Published : Sep 06, 2025, 12:06 AM IST
aadhar card

সংক্ষিপ্ত

Aadhar Card: আধার কার্ডের জরুরি তথ্যে যদি ভুল থেকে থাকে তাহলে তা অতি সহজে আপনি নিজেই সংশোধন করতে পারবেন অনলাইনে। ঘরে বসেই সহজে আধারের তথ্য সংশোধন করা যাবে।

Aadhar Update: আধার কার্ড বর্তমানে ভারতের নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি ছোট-বড় সব রকম সুবিধা গ্রহণ করতে প্রায় সব ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন হয়। তবে অনেক সময় আধার কার্ডে ব্যক্তিগত তথ্য ভুল বা অসম্পূর্ণ থেকে যায় কোনও কারণবশত। যা বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। আর নিজস্ব পরিচয়পত্রের তথ্য যদি ভুল থাকে তাহলে সব ক্ষেত্রেই অসুবিধায় পড়তে হয় গ্রাহকদের। সৌভাগ্যবশত, UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য একটি সহজ এবং দ্রুত অনলাইন পদ্ধতি দিয়ে থাকে। এই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করা হল।​ সব জেনে নিন।

কীভাবে আধারের তথ্য সংশোধন করা যাবে?

আধার কার্ডে ভুল সংশোধনের জন্য অনলাইন প্রক্রিয়া-

  • প্রথমে UIDAI ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান- https://uidai.gov.in/। এরপর হোমপেজে “My Aadhaar” মেনু থেকে “Update Aadhaar” বিকল্পে ক্লিক করুন।​ 
  • আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন: আপনার ১২ ডিজিটের আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন। ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের জন্য আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে।​
  • তথ্য যাচাই করুন: লগ ইন করার পর, আপনার আধার সম্পর্কিত সমস্ত তথ্য প্রদর্শিত হবে। যদি কোনও তথ্য ভুল থাকে, তাহলে সংশোধন করতে হবে।​
  • সংশোধন প্রক্রিয়া: যে তথ্যটি সংশোধন করতে চান, সেই ক্ষেত্রটি নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, নাম সংশোধন করতে চাইলে “Name” নির্বাচন করুন। সংশোধিত তথ্য প্রদান করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। নথি আপলোডের সময়, JPEG, PNG, বা PDF ফরম্যাটে ডকুমেন্ট আপলোড করতে হবে।​
  • সাবমিট করুন: তথ্য এবং ডকুমেন্ট যাচাই করার পর, ফর্ম সাবমিট করুন। সাবমিট করার পর, একটি রেফারেন্স নম্বর প্রদান করা হবে। এই নম্বরের মাধ্যমে আপনি আপনার আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল