সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, পরিবর্তন হবে অবসরের বয়স, সুখবর দিতে চলেছে রাজ্য সরকার

Published : Jan 09, 2025, 07:16 AM IST

অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এপিএনজিও রাজ্যের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই আশ্বাস দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করেছেন।

PREV
110

সরকারি কর্মীদের বেতন থেকে মহার্ঘ ভাতা, ছুটি থেকে নতুন চাকরি সবই উঠে আসে খবরে।

210

বর্তমানে খবরে আছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির কথা। ৩ শতাংশ বৃদ্ধির পর ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা।

310

তেমনই ফেব্রুয়ারির শেষে ফের ঘোষণা হবে ডিএ। শোনা যাচ্ছে, আরও ৩ শতাংশ বাড়লে মোট ৫৬ শতাংশ হারে মিলবে ডিএ।

410

কেন্দ্রের মতো রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ বৃদ্ধির প্রকাশ্যে আসে। কোন রাজ্যে কত শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে তা উঠে এসেছে খবরে।

510

এবার ডিএ বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। প্রকাশ্যে এল এমনই খবর।

610

এবার অবসর আর ৬০-এ নয়। আরও ২ বছর বেড়ে হতে চলেছে ৬২। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।

710

এমনই আশ্বাস দিল এপিএনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি ও সাধারণ সম্পাদক বিদ্যাসাগর।

810

জানা গিয়েছে, ডিএ বৃদ্ধির সঙ্গে অবসরেরর বয়স বৃদ্ধির বিষয় দৃষ্টিপাত করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

910

অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে বিরাট খবর। খুব শীঘ্রই মিলবে সুখবর।

1010

সঙ্গে মুলতুমি ডিএ, পিআরসি কমিশন নিয়োগের বিষয় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।

click me!

Recommended Stories