৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসা, নতুন বছর থেকে লাগু হবে নিয়ম, জেনে নিন কীভাবে মিলবে সুবিধা

২০২৪ সালের শেষে ষাটোর্দ্ধদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। ২০২৫-এর দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপ জানিয়েছে, তারা জিতলে ষাটোর্দ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেবে।
Sayanita Chakraborty | Published : Dec 22, 2024 4:58 AM IST
110

নতুন বছর থেকে লাঘু হবে নতুন নিয়ম। ৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসা।

210

৬০ বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। ২০২৪ সালের শেষে দাঁড়িয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।

310

স্বাস্থ্য খাতে খরচ নিয়ে সকলেই থাকেন চিন্তায়। প্রতি বছর মোটা টাকার মেডিক্লেম দিয়ে থাকেন। তেমনই নানান খাতে টাকা জমান।

410

বিশেষ করে বৃদ্ধ বয়সে চিকিৎসা খাতে খরচ নিয়ে থাকে চিন্তা। কারণ এই বয়সে রোজগারের সুযোগ থাকে না।

510

এবার দূর হবে এই চিন্তা। ৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে এ দেশে। প্রকাশ্যে এমনই মন্তব্য।

610

২০২৫ -এ দিল্লি বিধানসভা নির্বাচন। ২০২৪ শেষের মুখে দাঁড়িয়ে তাৎপর সব রাজনৈতিক দল। শাসক দল আপ প্রার্থী তালিকা প্রকাশ শেষ করে এক ঝড় তুলল প্রচারে।

710

বুধবার দিল্লিতর শাসক দল, আপ জানাল, আগামী দফায় ফের তারা ভোটে জিতলে সেখানকার ৬০ বা ষাটোর্দ্ধ দের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঘোষণা করে খোদ কেজরিওয়াল।

810

তিনি বলেন, দিল্লির সাধারণের যত্ন নেওয়া, খেয়াল রাখা তাঁদের কর্তব্য। জানা যাচ্ছে, এই নয়া প্রকল্পের নাম সঞ্জীবনী যোজনা।

910

২০২৫ বিধানসভা নির্বাচনে আপ জিতলে এই প্রকল্পের আওতায় আনবে দিল্লির সরকার এবং বেসরকারি হাসপাতাল।

1010

১৫ ডিসেম্বর চতুর্থ প্রার্থী তালিকায় ঘোষণা করে আপ সরকার। ওই তালিকায় জানা গিয়েছে, খোদ আপ সুপ্রিমো ভোট লড়বে নয়া দিল্লি থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos