২১ বছরের বেশি মহিলারা মাসে ১৫০০ টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি এই প্রকল্প জুলাই থেকে শুরু হবে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের প্রসঙ্গে বিশেষ ভাবানা চিন্তা করেছেন। চালু করেছেন ভাতা।
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার স্বার্থে ভাতা চালু করেছে মমতা সরকার। এ রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার।
তেমনই পড়ুয়াদের জন্য কন্যাশ্রী, বৃদ্ধদের জন্য বার্ধক্য ভাতা আছে। প্রতি মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন তারা।
এবার ফের মহিলাদের জন্য এল নয়া প্রকল্প। মাসে মিলবে ১৫০০ টাকা করে।
মহিলাদের স্বনির্ভর করতে এল নতুন এক প্রকল্প। যা চালু হবে নতুন বছরে।
নতুন বছরের জুলাই থেকে মাসে ১৫০০ করে পেয়ে থাকেন রাজ্যের সকল মহিলা। এক্ষেত্রে বয়সের সীমাও ভিন্ন।
মাত্র ২১ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন এই ভাতার জন্য। তাই দেরি না করে আবেদন করুন।
তবে, এই প্রকল্প পশ্চিমবঙ্গ নয় বরং মুম্বইয়ের। মহারাষ্ট্রে চালু আছে লড়কি বহিন যোজনা। যে প্রকল্পে মিলহব ১৫০০ করে।
লক্ষ্মীর ভাণ্ডার মডেলে তৈরি হয়েছে লড়কি বহিন যোজনা। ভোট টানতে এই প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার।
জুলাই থেকে বাস্তবায়ন হবে এই প্রকল্প। পরিবার আয় বার্ষিক ২ লক্ষ ২৫ হাজারের কম হবে আবেদন করা যাবে।