Arvind Kejriwal: 'বিজেপি-তে যোগ দেওয়ার জন্য প্রলোভন দেখানো হচ্ছে', ফের বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল

Published : Feb 05, 2024, 01:36 PM IST
Arvind Kejriwal

সংক্ষিপ্ত

তিনি দাবি করলেন যে, তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য সরাসরি প্রলোভন দেখানো হচ্ছে।

‘বিজেপি -তে যোগ দিলে আমরা তোমাকে ছেড়ে দেব’, এমনই ‘অফার’ দেওয়া হয়েছে বলে ফের কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। 


রাজধানী দিল্লিতে বিজেপি পার্টি ‘অপারেশন লোটাস ২.০’ অভিযান চালাচ্ছে , সম্প্রতি এমনটাই অভিযোগ তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি দাবি করলেন যে, তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য সরাসরি প্রলোভন দেখানো হচ্ছে। কিন্তু, তাঁর দাবি, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, বিজেপির সামনে কোনওভাবেই মাথানত করবেন না। বিহার বা মহারাষ্ট্রে যা হয়েছে, তা দিল্লিতে কখনওই হবে না । দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিনিয়ত তাঁর উপর রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা চলছে ।

-

রবিবার দিল্লির কিরারিতে দুটি স্কুল ভবনের শিলান্যাস করেন কেজরিওয়াল। সেখানেই তিনি বলেন, ওরা দিল্লির উন্নয়ন দেখে ভয় পাচ্ছে। আমার প্রতি মানুষের ভালোবাসা দেখে ওঁদের মনে ভয়ের সঞ্চার হচ্ছে। তবে হাজার চেষ্টা করেও সেখানকার উন্নয়ন থেমে থাকবে না।

-

কেজরিওয়াল বলেন, স্কুল তৈরির জন্য মণিশ সিসোদিয়াকে জেলে পাঠানো হয়েছিল। ক্লিনিক তৈরির জন্য জেলে গিয়েছেন সত্যেন্দ্র। কিন্তু ওরা যদি আমাকে জেলে ঢোকায়, তাহলেও এই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার কাজ, দিল্লিবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা বন্ধ করতে পারবে না। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র।
 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo