৩ মাস পর পরই মিলবে ১৫ হাজার টাকা! পোস্ট অফিসের এই অভিনব স্কিমে বিপুল টাকার মালিক হতে পারবেন

Published : Jul 28, 2024, 12:33 PM ISTUpdated : Jul 28, 2024, 12:35 PM IST
Post Office Scheme

সংক্ষিপ্ত

৩ মাস পর পরই মিলবে ১৫ হাজার টাকা! পোস্ট অফিসের এই অভিনব স্কিমে বিপুল টাকার মালিক হতে পারবেন

পোস্ট অফিসের বেশ জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্ হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম । তবে ক্ষুদ্র হলে কী হবে সব থেকে বেশি টাকা পাওয়া যায় এই স্কিমে। মাসে অন্তত ১৫৩৭৫ টাকা আয় করা যায় এই স্কিমের মাধ্যমে। ম্যাচিওর হলেই মিলবে জমা করার রিটার্ন।

এই স্কিমে যত বেশি টাকা বিনিয়োগ করবেন সেই টাকা থেকে প্রবীন নাগরিকরা তত বেশি সুদ পাবেন। মূলধন থেকে প্রাপ্ত সুদ প্রতি তিন মাস অন্তর কিংবা প্রতিবছরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যাবে। পোস্ট অফিসের এই ক্ষুদের প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। তবে মেয়াদপূর্তির আরও তিন বছর মেয়াদ বাড়ান যায়।

এরপর নিজের ইচ্ছে মতো তিন বছর করে মেয়াদ বাড়িয়ে নেওয়া যাবে। এই স্কিমে এখন ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। কোনও প্রবীণ ব্যক্তি সর্বনিম্ন হাজার টাকা সেভিংস স্কিমে জমা করতে পারবেন।

সর্বোচ্চ জমা রাখা অর্থের পরিমাণ ৩০ লক্ষ টাকা। তবে জয়েন্ট অক্যাউন্ট হলে ৬০ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে। বিনিয়োগের পরিমাণ হবে ১ হাজারের গুণিতক অর্থাৎ ১৫০০ বা ২৫০০ টাকা বিনিয়োগ করা যাবে না। ২০০০ বা ৩০০০ টাকা বিনিয়োগ করতে হবে।

প্রতি তিন মাসে ১৫ ৩৭৫টাকা সুদ পেতে গেলে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। পাঁচ বছরে পাওয়া যাবে, ২ লক্ষ ৪৬ হাজার টাকা। যারা অবসর নিয়েছেন তাঁরা এই স্কিমে টাকা রাখতে পারবেন। সেনাবাহিনীর অবসর নেওয়া ব্যক্তিরা ৫০ থেকে ৬০ বছর বয়সে এই স্কিমে টাকা রাখতে পারবেন।

PREV
click me!

Recommended Stories

'বন্দে মাতরম গাইব না আমরা' সাংসদের এই মন্তব্যের পর 'পাকিস্তানে চলে যাও' স্লোগান সংসদে!
২০২৬ সালে ইতালি সফরে যাবেন মোদী, হবে একাধিক চুক্তি! বিশেষ তথ্য দিলেন ইতালির বিদেশমন্ত্রী