১ জানুয়ারি থেকে বদল হচ্ছে FD-র নিয়মে, বাম্পার অফার দিচ্ছে ব্যাঙ্কগুলো, শুনলে চমকে যাবেন

Published : Dec 22, 2024, 09:13 PM IST

চলতি বছরের শেষে ব্যাঙ্কগুলি নতুন ফিক্সড ডিপোজিট অফার চালু করছে। আইডিবিআই এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক উচ্চ সুদের হার অফার করছে, সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুবিধা দেবে।

PREV
111

চলতি বছরে শেষে একের পর এক ঝটকা। কদিন আগে খবরে এসেছে ব্যাঙ্কের সময় সূচি নিয়ে।

211

১ জানুয়ারি থেকে বদল হচ্ছে ব্যাঙ্ক খোলা ও বন্ধের নিয়ম। এবার সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক।

311

এবার ব্যাঙ্কের আরও এক নিয়ম এল প্রকাশ্যে। চলতি বছরের শেষ দিন থেকেই বিশেষ অফার দিচ্ছে ব্যাঙ্ক।

411

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করেছে। সেখানে সুদের হার শুনলে চমকে উঠবেন।

511

আইডিবিআই ব্যাঙ্ক নতুন নিয়ম নিয়ে এসেছে। তার নাম রয়েছে উৎসব ফিক্সড ডিপোজিট। এর সময় সীমা রয়েছে ৩০০ দিন, ৩৭৫ দিন, ৪৪৪ দিন এবং ৭০০ দিন।

611

এখানে সুদের হার একবার দেখে নিতে পারেন। ৩০০ দিনের সুদের ৭.০৫ শতাংশ। ৩৭৫ দিনের সুদের হার ৭.২৫ শতাংশ। ৪৪৪ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ এবং ৭০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২০ শতাংশ।

711

তেমনই সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫৫ শতাংশ, ৭.৫৫ শতাংশ, ৭.৮৫ শতাংশ এবং ৭.৭০ শতাংশ। এই সমস্ত সুদে সিনিয়র সিটিজেনরা ওপরের দিনের হিসেবে পাবেন।

811

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক নতুন বছর থেকে নতুন অফার চালু করছে। সেখানে ২২২ দিনের জন্য ৬.৩০ শতাংশ, ৩৩৩ দিনের জন্য ৭.২০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।

911

জেনারেল সিটিজেনরা ৭.৩০ শতাংশ করে সুদ পাবেন ৪৪ দিনের সময়ে। ৫৫৫ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৭.৪৫ শতাংশ করে।

1011

৭৭৭ দিনের জন্য সুদের পার পাওয়া যাবে ৭.২৫ শতাংশ করে। ৯৯৯ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৬.৬৫ শতাংশ।

1111

সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক অতিরিক্ত ০.৫০ শতাংশ হারে সুদে দেবে। বিনিয়োগ ৩ কোটি টাকার নিচে হতে হবে। সময়সীমা থাকবে ১৮০ দিন বা তার বেশি।

click me!

Recommended Stories