স্বপ্ন দেখবেন আপনি আর তা পূরণ করবে সরকার। এই প্রকল্পের অধীনে এখনও প্রায় ১.১৮ কোটি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে। যার মধ্যে প্রায় ৮৫ হাজার বাড়ি কাজ শেষে গ্রাহকদের হাতে তাঁদের স্বপ্নের বাড়ি তুলে দেওয়াও হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পে মধ্যবিত্তদের বাড়ি তৈরির স্বপ্ন পূরণের কাজে সাহায্য করার প্রকল্প চালু করেছিল মোদী সরকার।
211
এই প্রকল্পের অধীনে এখনও প্রায় ১.১৮ কোটি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে। যার মধ্যে প্রায় ৮৫ হাজার বাড়ি কাজ শেষে গ্রাহকদের হাতে তাঁদের স্বপ্নের বাড়ি তুলে দেওয়াও হয়েছে। আর যা কাজ বাকি আছে তার কাজ চলছে। সেগুলিও দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
311
দ্বিতীয় পর্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY2.0 এই প্রকল্পের সাহায্য তারাই পাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে।
411
কোনও গ্রাহকের নামে স্থায়ী বাড়ি থাকলে তারা এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে না। এই জন্য গ্রাহকদের তিনটি এবং এই প্রকল্পকে চারটি ভাগে ভাগ করা হয়েছে-
511
গ্রাহকদের তিনটি ভাগ-
১) যে পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার মধ্যে তারা ( EWS) শ্রেণী।
২) যে পরিবারের বার্ষিক আয় ৩-৬ লাখ টাকার মধ্যে তারা (LIG) শ্রেণী।
৩) যে পরিবারের বার্ষিক আয় ৬-৯ লাখ টাকার মধ্যে তারা (MIG) শ্রেণী।
611
প্রকল্পের চারটি ভাগ-
১) PMAY2.0- এই সরকারী যোজনায় লাভার্থী ভিত্তিক ণির্মান (BLC)
২) পার্টারশীপের সাশ্রয়ী আবাসন- (AHP)
৩) সাশ্রয়ী ভাড়ার আবাসন- (ARH)
৪)সুদের উপর ভর্তুকি স্কিম (ISS)
711
BLC- মডেলে EWS শ্রেনীর পরিবাররা তাদের জমিতে বাড়ি নির্মানের জন্য এই প্রকল্পের সাহায্য পাবেন।
811
AHP মডেলে কোনও সরকারি বা বেসরকারি সংস্থার মাধ্যমে সাশ্রয়ী বাড়ি তৈরি করা হবে।
911
EWS গ্রাহকদের আর্থিক সহায়তা দিয়ে এই সুবিধা দেওয়া হবে।
1011
সরকার সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে তাদের এই ভর্তুকির টাকা পাঠাবে।