DMK MP: 'ভারতের জাতীয় ভাষা কী?', স্পেনের বিদেশমন্ত্রীর প্রশ্নের জবাবে একী বললেন ডিএমকে সাংসদ!

Published : Jun 03, 2025, 12:52 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

DMK MP In Spain: ভারতের জাতীয় ভাষা নিয়ে স্পেনে ঝড় তুললেন ডিএমকে পার্টির সাংসদ। কী বললেন তিনি? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                  

DMK MP In Spain: 'অপারেশন সিঁদুর'-এর পর থেকেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। গোটাা বিশ্বের কাছে পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ টেনে খুলতে এই মুহুর্তে বিদেশ সফরে রয়েছে কেন্দ্রের সর্বদলীয় সাংসদরা। ভারতের  জনসম্পর্ক কর্মসূচির অংশ হিসেবে স্পেন সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডিএমকে সাংসদ কানিমাঝি করুণানিধি। সেখানে ভারতের জাতীয় ভাষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়তার সঙ্গে জবাব দেন যে, ভারতের জাতীয় ভাষা হল 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'। তাঁর এই বক্তব্যেই তিনি বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছেন বলে উল্লেখ করেছেন।

মাদ্রিদে ভারতীয় প্রবাসীদের সঙ্গে বৈঠকের সময় এক সদস্য ভারতের জাতীয় ভাষা সম্পর্কে জানতে চাইলে কানিমাঝি বলেন, "ভারতের জাতীয় ভাষা হলো বৈচিত্র্য এবং ঐক্য। এই প্রতিনিধি দল বিশ্বকে এই বার্তাই দিতে চায়, এবং আজকের দিনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" কানিমাঝির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ভারতের অভ্যন্তরে ভাষা নীতি নিয়ে বিতর্ক চলছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের 'তিন ভাষা নীতি' নিয়ে তামিলনাড়ুতে ব্যাপক বিরোধিতা রয়েছে। এই পরিস্থিতিতে স্পেনের মাটিতে তাঁর এই বক্তব্য দেশের বহুত্ববাদী পরিচিতি এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি তাঁর দলের সমর্থনকে স্পষ্ট করে।

সন্ত্রাসের প্রশ্ন উঠলে ডিএমকে সাংসদ কানিমাঝি করুণানিধি আরও জোর দিয়ে বলেন, "আমাদের দেশে অনেক কিছু করার আছে এবং আমরা সেটাই করতে চাই। দুর্ভাগ্যবশত, আমরা পথভ্রষ্ট হচ্ছি। আমাদের সন্ত্রাসবাদ এবং অপ্রয়োজনীয় যুদ্ধ নিয়ে কাজ করতে হচ্ছে।" ডিএমকে সাংসদ আরও বলেন যে, ‘’ভারত একটি নিরাপদ স্থান এবং সরকার নিশ্চিত করবে যে কাশ্মীর নিরাপদ থাকবে।'' 

তিনি বলেন, "ভারতীয় হিসেবে আমাদের স্পষ্ট বার্তা দিতে হবে যে ভারত নিরাপদ। তারা যা খুশি চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের পথ থেকে সরাতে পারবে না। আমরা নিশ্চিত করব যে কাশ্মীর একটি নিরাপদ স্থান হিসেবেই থাকবে।"

এদিকে ‘অপারেশন সিঁদুর’ সামরিক অভিযানের পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। পহেলগাঁও জঙ্গি হামলার (২২ এপ্রিল, ২০২৫) পর বিশ্বমঞ্চে পাকিস্তানকে কড়া জবাব দিতে এই সফর শুরু হয়েছে। কানিমাঝির এই বক্তব্য ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা এবং একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি সরকারের অঙ্গীকারকে তুলে ধরে। কাশ্মীর উপত্যকাকে নিরাপদ রাখার যে বার্তা তিনি দিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

ডিএমকে সাংসদ কানিমাঝি করুণানিধির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের পাঁচ সাংসদের এই বিদেশ সফরের শেষ পর্যায় ছিল স্পেন। স্পেনের মাদ্রিদে বিভিন্ন আলোচনা ও বৈঠকের পর এবার তাঁদের এই দলটি দেশে ফিরে আসবে।

 

 

এই প্রতিনিধি দলে কানিমাঝি করুণানিধি ছাড়াও ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব কুমার রায়, বিজেপির ব্রিজেশ চৌটা, আম আদমি পার্টির অশোক মিত্তাল, আরজেডি-র প্রেম চাঁদ গুপ্তা এবং প্রাক্তন কূটনীতিক মনজীব সিং পুরী।

এই প্রতিনিধি দলটি 'অপারেশন সিঁদুর'-এর পর ভারতের জনসম্পর্ক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দেশে সফর করেছে। স্পেনে থাকাকালীন কানিমাঝি ভারতের জাতীয় ভাষা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, যেখানে তিনি 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'-কে ভারতের জাতীয় ভাষা হিসেবে উল্লেখ করেন। এছাড়াও তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা এবং কাশ্মীরের নিরাপত্তা নিয়ে ভারতের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। এই সফর ভারতের আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, 'অপারেশন সিঁদুর' ছিল ভারতের একটি সামরিক অভিযান। যা সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলার (২২ এপ্রিল, ২০২৫) প্রতিক্রিয়া হিসেবে ভারত পাল্টা আক্রমণ করেছে। এই হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানের নামকরণের তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যেখানে 'সিঁদুর' শব্দটি ভারতীয় সংস্কৃতিতে নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়েছে, এবং এই হামলাকে সেই সম্মানের পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!