৮% DA বৃদ্ধির পর আবার সুখবর সরকারি কর্মীদের জন্য! ডিসেম্বরেই অ্যাকাউন্টে ঢুকবে ১২,৬০০ টাকা

Published : Dec 14, 2024, 12:18 PM IST

নতুন বছর শুরুর আগেই খুশির হাওয়া বইছে সরকারি কর্মীদের মধ্যে। কারণ কথা রেখেছে সরকার। এক ধাক্কায় ৮ শতাংশ DA বা মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে সরকারের তরফে। এবার মিলল আরেকটা খুশির খবর।

PREV
110

বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

210

২০২৪ সালে ১ জানুয়ারি থেকে এই ডিএ কার্যকর হয়েছে। তবে এখানেই শেষ নয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার আরও বাড়তি টাকা যাবেন।

310

এক ধাক্কায় এবার সরকারি কর্মীরা ১২,৬০০ টাকা পাবেন বলে জানা যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

410

এখন নিশ্চয়ই ভাবছেন যে এই টাকাটা আবার কিসের জন্য পাবেন সরকারী কর্মীরা?

510

তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

610

যারা সরকারি কর্মী তারা জানেন যদি ডিএ বাড়ে তাহলে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA-এর নিয়মেও কোনও না কোনও বদল ঘটে।

710

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। যেহেতু ডিএ ৫০% হারে মিলছে, ফলে বাড়ি ভাড়া ভাতাটাও এবার বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

810

ডিওপিটি ইতিমধ্যে ভাতার তালিকা প্রকাশ করেছে। এই মাসে ডিএ বৃদ্ধির পরে এটি সংশোধন করা হবে।

910

এইচআরএ কতটা বাড়বে? সেই নিয়েও জোরালো প্রশ্ন উঠছে।

1010

যদি কোনও কর্মচারীর মূল বেতন ৩৫,০০০ টাকা হয় তবে শহরের বিভাগ অনুসারে প্রাপ্ত এইচআরএ কিছুটা এমন হবে।

১) X ক্যাটাগরির শহরগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার ২৭% অর্থাৎ ৯,৪৫০ টাকা।

২) Y ক্যাটাগরির শহরগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার ১৮% অর্থাৎ ৬,৩০০ টাকা।

৩) ৩৫,০০০ টাকার ৯% অর্থাৎ Z ক্যাটাগরির শহরগুলির জন্য ৩১৫০ টাকা।

click me!

Recommended Stories