যদি কোনও কর্মচারীর মূল বেতন ৩৫,০০০ টাকা হয় তবে শহরের বিভাগ অনুসারে প্রাপ্ত এইচআরএ কিছুটা এমন হবে।
১) X ক্যাটাগরির শহরগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার ২৭% অর্থাৎ ৯,৪৫০ টাকা।
২) Y ক্যাটাগরির শহরগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার ১৮% অর্থাৎ ৬,৩০০ টাকা।
৩) ৩৫,০০০ টাকার ৯% অর্থাৎ Z ক্যাটাগরির শহরগুলির জন্য ৩১৫০ টাকা।