Bank Strike: ফেব্রুয়ারিতে ফের কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যাহত হতে পারে ATM পরিষেবা

Published : Jan 30, 2026, 04:47 PM IST

একাধিক ট্রেড ইউনিয়নের তরফে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নতুন শ্রম কোডের বিরুদ্ধে প্রতিবাদ, বেসরকারিকরণ বন্ধ করা এবং সপ্তাহে ২ দিন ছুটির মতো একাধিক দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

PREV
15

ফের প্রকাশ্যে এল ব্যাঙ্ক ধর্মঘটের খবর। একাধিক ব্যাঙ্কিং কর্মীসংগঠন ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছে। INTUC, AOTUC, HMS, CITU, ALUTUC, TUCC, SEWA, ALCCTU, LPF, UTUC-সহ আরও বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের উদ্দেশ্য হল নতুন শ্রম কোডে থাকা শ্রমিক বিরোধী ও জনবিরোধী ধারা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, প্রস্তাব ও সিদ্ধান্তে বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পাশাপাশি রয়েছে সপ্তাহে ২ দিন ব্যাঙ্কিং ছুটি দাবিও।

25

এখন প্রশ্ন হল কবে ব্যাঙ্ক ধর্মঘট। জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সারা দেশজুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন। সেই ধর্মঘট দেশজুড়ে সফলও হয়। গত ২৭ জানুয়ারি সারা দেশে বন্ধ ছিল ব্যাঙ্ক। এবার ফের ডাকা হল ধর্মঘট।

35

এই ধর্মঘটের ডাক দেওয়ার পিছনে আছে একাধিক কারণ। জেনে নিন দাবিগুলো- সরকারি ক্ষেত্রে ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করতে হবে। ব্যাঙ্ক, এলআইসি-র বেসরকারিকরণ ও বিনিয়োগ বিক্রি বন্ধ করতে হবে।

45

বিমা খাতে ১০০ শতাংশ এফডিআই বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সরকারি খাতে সাধারণ বিমা সংস্থাগুলোকে একত্রিত করে একটি সংস্থা গঠন করতে হবে। তেমনই আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি বন্ধ করতে হবে।

55

NPS বাতিল করে OPS পুনরায় চালু করতে হবে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম প্রত্যাহার করতে হবে। কর্পোরেটদের Bad Loan আদায়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। তেমনই সাধারণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কের পরিষেবা চার্জ কমাতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories