ফের প্রকাশ্যে এল ব্যাঙ্ক ধর্মঘটের খবর। একাধিক ব্যাঙ্কিং কর্মীসংগঠন ব্যাঙ্ক ধর্মঘটের ঘোষণা করেছে। INTUC, AOTUC, HMS, CITU, ALUTUC, TUCC, SEWA, ALCCTU, LPF, UTUC-সহ আরও বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের উদ্দেশ্য হল নতুন শ্রম কোডে থাকা শ্রমিক বিরোধী ও জনবিরোধী ধারা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, প্রস্তাব ও সিদ্ধান্তে বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পাশাপাশি রয়েছে সপ্তাহে ২ দিন ব্যাঙ্কিং ছুটি দাবিও।