এই বিরাট সিদ্ধান্ত লিন এসবিআই। নেট ব্যাঙ্কিং বা YONO অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন যে সুবিধা মিলত বিনামূল্যে মিলত, এবার থেকে তার জন্য দিতে হবে মাসুল। মূলত অনলাইন লেনদেন ও ব্যাঙ্কিং পরিষেবায় শৃঙ্খলা আনতে এই পদক্ষেপ নিল SBI। সাধারণ গ্রাহকদের একাংশের মতে, ডিজিটাল ইন্ডিয়ার যুগে ছোট ছোট সার্ভিস চার্জ বসানোয় মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ তৈরি হবে।