সোপিয়ানে ২ ঘন্টা চলল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান, ফের কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই

Published : May 13, 2025, 12:10 PM IST
Pahalgam Attack

সংক্ষিপ্ত

Gun fight at Jammu and Kashmir: সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই। কুলগাঁও থেকে সোপিয়ানে অভিযান, বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর।

Gun fight at Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরেরে সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে চলল ফের গুলির লড়াই। মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার ওই অঞ্চবে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পান নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। তারা লশকর-এ-ত্যায়বার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরে শুরু হয় অভিযান। প্রায় ২ ঘন্টা ধরে গুলির লড়াই চলে। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে এই অভিযান শুরু হয়েছিল বলে খবর। পরে তা সোপিয়ানের দিকে সরে যায়। এই এলাকায় অন্তত ৪ জন জঙ্গি লুকিয়ে ছিল বলে খবর। তাদের খোঁজে বাহিনীর অভিযান শুরু হতেই ২ পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। তবে, আপাতত এই নিয়ে কোনও মন্তব্য করেনি বাহিনীর তরফ থেকে।

এই প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে শুকরু কেল্লার একালায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। সেই খবরের ওপর ভিত্তি করে সোমবার সকাল থেকে ওই অভিযান শুরু হয়েছিল। শেষে মঙ্গলবার চলে গুলি।

প্রসঙ্গত, পেহলগাঁও-তে নিরীহ মানুষদের হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গীরা। সেই পাকিস্তানকেই যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানও ছোঁড়ে একাধিক ড্রোন ও মিসাইল। সে সময় পাকিস্তানের দুটি J-17 এবং F-16 বিমানকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ট্র্যাফিক ডিফেন্স। এদিকে আবার পাকিস্তানের মোট ১৬টি শহরে আক্রমণ করে ভারতীয় সেনা। এই আবহে বালুচিস্তানের যোদ্ধারা পাকিস্তানি সেনার ওপর আক্রমণ চালায়। সব মিলিয়ে এখনও খবরে ভারত পাকিস্তান সম্পর্ক। 

আগেই জানা গিয়েছিল, পেহলগাঁও-তে এই হত্যার ছক কদিন ধরে করা হয়। ২২ এপ্রিল হামলার ঠিক আগে ১-৭ এপ্রিল রেইকি চালিয়েছিল জঙ্গিরা। একাধিক রিসর্টে রেইকি করেছিল জঙ্গিরা। শেষ পর্যন্ত বেছে নিয়েছিল কাশ্মীরের বৈসারন উপত্যকা। ২২ এপ্রিল দুপুরে ৫-৬ জন জঙ্গি সেখানে উপস্থিত হয়েছিল। দু-তিনটে দলে ভাগ হয়ে ৪০-৫০ রাউন্ড গুলি চালায়। ধর্মীয় পরিচয় দেখে টার্গেট করে হত্যা করা হয়েছিল হিন্দু পুরুষদের। ঘটনাস্থলে সেদিন মৃত্যু হয়েছিল ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয়ের। 

সে সময় প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করেছিলেন যে, ‘পুরুষদের প্যান্ট খুলতে বলা হয়েছিল। তারা হিন্দু কিনা সে বিশ্বাস নিশ্চিত করার জন্য পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করেছিল জঙ্গিরা।’ তারপর এই বিষয় নিশ্চিত করে গুলি করা হয়। পরে এই বিষয়টি সঠিক বলে দাবি করেন তদন্তকারী আধিকারিকরাও। এই হত্যার প্রতিশোধ নিতেই অপারেশন সিঁদুর করে ভারতীয় সেনারা। উড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। যাতে প্রায় ৮০ জন জঙ্গি প্রয়াত হয় বলে খবর। 

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন