Viral Video: যোগীরাজ্যের স্কুলের একী হাল! শিক্ষিকা-অধ্যক্ষের মারামারির ভিডিও ভাইরাল

Published : May 04, 2024, 05:14 PM IST
Agra school principal beats up teacher for coming late watch viral video bsm

সংক্ষিপ্ত

আগ্রার সেগানা নামের একটি গ্রামে প্রাক-মাধ্যমিক স্কুলের ঘটনা। স্কুলের অধ্যক্ষ গুঞ্জন চৌধুরী নামের এক শিক্ষিকাকে মারধর করছেন। 

আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যোগী রাজ্যের এক স্কুলের ভিডিও। সম্প্রতি উত্তর প্রদেশের একটি স্কুলে এক শিক্ষিকাকে কামড়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই ভাইরাল হয়েছে স্কুলের মধ্যে এক শিক্ষিকার ফেসিয়াল করার ভিডিও। এবার সামনে এলে স্কুলের মধ্যে দুই শিক্ষাকর্মীর মারধরের ভিডিও। এবার ঘটনাস্থল আগ্রা। একটি স্কুলের অধ্যক্ষ এক শিক্ষিকাকে প্রচন্ড মারধর করছ বলে অভিযোগ।

আগ্রার সেগানা নামের একটি গ্রামে প্রাক-মাধ্যমিক স্কুলের ঘটনা। স্কুলের অধ্যক্ষ গুঞ্জন চৌধুরী নামের এক শিক্ষিকাকে মারধর করছেন। শুধু তাই নয়, মারতে মারতে তার জামা-কাপড়ও ছিঁড়ে দিয়েছে। শিক্ষিকার অপরাধ তিনি দেরীতে এসেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই সময় অধ্যক্ষ তার কুর্তা ধরে টানাটানি করছে। দুই শিক্ষিকা সমস্যা মেটাতে চেষ্টা করছে। কিন্তু এক পুরুষ মহিলার গায়ে হাত তুলেছে। এমনই ছবি ধরা পড়েছে ভিডিওতে। অধ্যক্ষকে পাল্টা আঘাত করে শিক্ষিকাও। তারও জামা ছিঁড়ে দেয়। দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওঃ

 

 

ভিডিওতে অশালীন ভাষাও রয়েছে। দুই মহিলাকে একে অপরকে নির্লজ্জ মহিলা বলেও গালিগালজ করছিল। এমন কিছু ভাষায় দুই মহিলা কথা বলছিল যা শিক্ষক পেশার সঙ্গে মেলে যায়। যথেষ্ট আশালীন ভাষায় তারা মারামারির সময় কথা বলছিল।

উত্তর প্রদেশ পুলিশ সূত্রের খবর শিক্ষক যেমন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তেমনই পাল্টা অধ্যক্ষ পুলিশের দ্বারস্থ হয়ে নালিশ করেছে বাকি শিক্ষিকাদের বিরুদ্ধে। তবে পুলিশ এখনও কিছু জানায়নি। সূত্রের খবর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে দুইপক্ষকে। 

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের