Agra: লিভ-ইন পার্টনারকে ভয় দেখাতে রেল লাইনে ঝাঁপ, ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার

সম্পর্কে জটিলতার জেরে অনেক সময়ই মারাত্মক ঘটনা ঘটে যায়। এবার আগরায় তেমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। লিভ-ইন সঙ্গীর সঙ্গে ঝগড়ার পর এক মহিলার ভয়ঙ্কর পরিণতি হল।

Soumya Gangully | Published : May 29, 2024 9:12 AM IST / Updated: May 29 2024, 04:37 PM IST

লিভ-ইন সঙ্গীর সঙ্গে ঝগড়ার পর তাঁকে ভয় দেখাতে রেল লাইনে নেমে পড়েছিলেন। সেই লাইনেই যে ট্রেন আসছে খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। এই মারাত্মক ঘটনা ঘটেছে আগরার রাজা কি মান্ডি স্টেশনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রানি। তাঁর বয়স ৩৮ বছর। সোমবার রাত ১১টা নাগাদ লিভ-ইন সঙ্গী কিশোরের সঙ্গে রানির ঝগড়া হয়। এরপরেই কিশোরকে ভয় দেখাতে রেল লাইনে ঝাঁপিয়ে পড়েন রানি। সেই লাইনে তখন কেরালা এক্সপ্রেস আসছিল। ট্রেন আসছে দেখে প্রাণভয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ার চেষ্টা করেন এই মহিলা। কিন্তু তাঁর পক্ষে প্ল্যাটফর্মে উঠে পড়া সম্ভব হয়নি। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে আটকে যান রানি। আরপিএফ আউটপোস্ট ইন-চার্জ লক্ষ্মণ পচৌরি ও তাঁর সহকর্মী কনস্টেবলরা দ্রুত এই মহিলাকে ট্রেনের নীচ থেকে বের করে এস এন মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

বাড়ি থেকে ঝগড়া পৌঁছল রেলস্টেশনে!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরের সঙ্গে নানা কারণে প্রায়ই ঝগড়া হত রানির। সোমবার রাতেও ঝগড়া শুরু হয়। কিশোরের মদ্যপানের অভ্যাস নিয়ে আপত্তি জানাতে থাকেন রানি। তিনি রেল লাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দেন। কিশোরকে জোর করে টেনে নিয়ে রাজা কি মান্ডি স্টেশনেও পৌঁছে যান রানি। সেখানে তাঁরা ২ নম্বর প্ল্যাটফর্মে চেয়ারে বসে ঝগড়া চালাতে থাকেন। এরপর কিশোরকে ভয় দেখাতে রেল লাইনে নেমে পড়েন রানি। তখনই ঘটে যায় মারাত্মক ঘটনা।

অভিযোগ দায়ের করেনি রানির পরিবার

জিআরপি ক্যান্টনমেন্টের ইন-চার্জ ইন্সপেক্টর সমর বাহাদুর জানিয়েছেন, রানির পরিবারের পক্ষ থেকে এখনও সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রেল লাইনের ওপর ফের বড় বড় পাথর! একটুর জন্য প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী, দেখুন ভয়ঙ্কর ভিডিও

রেল লাইনের ওপর রাখা সারি সারি পাথর! কার নির্দেশে পাথর রাখছিল নাবালক! দেখুন ভাইরাল ভিডিও

রেল লাইনের ধারে ফল খেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পঞ্জাবের কিরাটপুর সাহিবে ৪ নাবালককে সজোরে ধাক্কা মারল ট্রেন

Share this article

Latest Videos

click me!

Latest Videos

TMC BJP News : ঔদ্ধত্য বটে! পঞ্চায়েত অফিসের কার্নিশে দাঁড়িয়ে বিজেপি প্রধানকে হুমকি তৃণমূল নেতার!
Sukanta Majumdar | ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলেন সুকান্ত, দিলেন পাশে থাকার আশ্বাস
বিকট আওয়াজ! মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী Kanchanjunga Express
Suvendu Adhikari Live : ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী, সরাসরি
Sukanta Majumdar | 'এই ভিডিওটা পারলে তোমরা মুখ্যমন্ত্রীকে পাঠিও' কেন বললেন সুকান্ত মজুমদার?