আমেদাবাদ বিমান দুর্ঘটনার এক মাস পরেও সঠিক কারণ অজানা। বিভিন্ন তথ্য উঠে আসলেও, AAIB ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে এবং চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেছে।
দেখতে দেখতে এক মাস পার হয়ে গিয়েছে। তা সত্ত্বেও মেলেনি সঠিক তথ্য। সঠিক কারণ জানা যায়নি আমেদাবাদ বিমান দুর্ঘটনার।
210
এরই মাসে বিমানের জ্বালানির সুইচ বন্ধ করে দেওয়া থেকে পাইলটের মানসিক স্বাস্থ্য- নতুন নতুন তথ্য উঠে আসছে রোজই। এবার এই নিয়ে সতর্ক করল ভারত সরকারের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা। যাচাই না করে ভুয়ো খবর ছড়ানো নিয়ে সতর্ক করল।
310
বৃহস্পতিবার লিখিত বিবৃতি প্রকাশ করে আমেদাবাদ দুর্ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর বিষয় সতর্ক করল AAIB। তারা প্রকাশ করেছে একটি বিবৃতি।
সেখানে বলা হয়েছে, ‘কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তথ্য যাচাই না করেই বারংবার সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে, বেছে বেছে কিছু তথ্য তুলে ধরা হচ্ছে। তদন্ত চলাকালীন এই ধরনের আচরণ দায়িত্বজ্ঞানহীন।…’
510
…সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমকে বলব, আগেভাগে কোনও তত্ত্ব ছড়াবেন না, যাতে তদন্তপ্রক্রিয়ার মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই পর্যায়ে দাঁড়িয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছেনো উচিত নয়।
610
আরও বলা হয়, AAIB-র তদন্ত এখনও শেষ হয়নি। চূড়ান্ত রিপোর্ট সামনে এলেই দুর্ঘটনার মূল কারণ বোঝা যাবে।
710
বৃহস্পতিবারই ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস কেন্দ্রের বেসমারিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি দেয়। তারা জানায়, আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়া নিয়ে AAIB-র প্রাথমিক রিপোর্টে পূর্ব নথিভুক্ত দুটি সম্ভাব্য কারণ বিবেচনা করে দেখা হয়নি। প্রযুক্তিগত ত্রুটির দিকে বিবেচনা করে দেখা হয়নি।
810
আবার Air Line Pilots Association জানায়, দুই পাইলট যাত্রীদের বাঁচানোর সবরকম চেষটা করেন। তাঁদের সম্মান জানানো পরিবর্তে চরিত্র হনন করা হচ্ছে।
910
সব মিলিয়ে এখনও চলছে তদন্ত। তদন্ত ভারত সরকারের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা।
1010
এই তদন্তে একের পর এক তথ্য আসছে সামনে। তবে, সঠিক তথ্য না জেনে ভুয়ো খবর রটানোর বিষয় সকলকে সতর্ক করল AAIB।