London Southend Airport: আমেদাবাদে (Ahmedabad Plane Crash) দুর্ঘটনার কবলে পড়েছিল লন্ডনগামী উড়ান। এবার লন্ডনেই ভেঙে পড়ল বিমান। আমেদাবাদের মতোই উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুন ধরে গেল।
London Southend Airport Plane Crash: আমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে (London Southend Airport) একইভাবে দুর্ঘটনার কবলে পড়ল বিমান। রবিবার স্থানীয় সময় অনুযায়ী বিকেল চারটে নাগাদ উড়ানের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এই বিমান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, নেদারল্যান্ডসগামী (Netherlands) এই বিমানে আগুন ধরে যায়। ছোট বিমানে কতজন ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্য শুরু হয়। এসেক্স পুলিশের (Essex Police) পক্ষ থেকে জানানো হয়েছে, 'সাউথএন্ড বিমানবন্দরে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। আমরা সেখানে আছি।' কয়েক ঘণ্টা ধরে উদ্ধারকার্য চলবে বলে জানিয়েছে পুলিশ। দমকল বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। এই দুর্ঘটনার জেরে একাধিক উড়ান বাতিল করতে হয়েছে। কীভাবে ভেঙে পড়ল এই বিমান, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধারকার্য শেষ হওয়ার পর তদন্ত শুরু হবে।
দুর্ঘটনার বিষয়ে মুখে কুলুপ বিমানবন্দর কর্তৃপক্ষের
লন্ডন সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি, লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। সাধারণ যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। আমরা যত দ্রুত সম্ভব এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দেব।’
বিমান দুর্ঘটনায় কতজনের মৃত্যু?
লন্ডনে যে বিমান ধ্বংস হয়ে গিয়েছে, সেটি ১২ মিটার লম্বা ছিল। ছোট বিমান হওয়ায় বেশি যাত্রী ছিলেন না। তবে আগুনে বিমানটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কারও বেঁচে থাকার আশা দেখা যাচ্ছে না। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ধ্বংসাবশেষে খোঁজ চালাচ্ছেন। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে। আপাতত সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের কাছে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উদ্ধারকার্য শেষ হলে তারপর এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


